উচ্চমাধ্যমিক পাস ছেলে-মেয়েদের জন্য বড় সুযোগ নিয়ে এল ভারতীয় বায়ুসেনা। Agnipath Scheme এর আওতায় Agniveervayu Intake 01/2027 এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ইতিমধ্যেই এই নিয়োগের (Agniveer Recruitment – Agniveervayu Intake 01/2027) জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গতকাল ১২ জানুয়ারি ২০২৬ থেকে। ভারতীয় বায়ুসেনার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
কারা আবেদন করতে পারবে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে শুধুমাত্র অবিবাহিত ছেলে-মেয়েরা আবেদন করতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনী (IAF) অগ্নিবীরভায়ু হিসেবে চার বছর কাজ করার সুযোগ পাবেন। তবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কাজের দক্ষতার উপর নির্ভর করে সর্বোচ্চ ২৫ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী বায়ুসেনার চাকরির সুযোগ।
শিক্ষাগত যোগ্যতা
উচ্চমাধ্যমিক পাশ হলেই যে কেউ আবেদন করতে পারবে। তবে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের ক্ষেত্রে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিকে Physics, Mathematics ও English নিয়ে পাশ করে থাকলে। এক্ষেত্রে মোট ৫০% নম্বর এবং ইংরেজিতে ৫০% নম্বর থাকতে হবে। এছাড়াও Physics ও Mathematics নিয়ে দু’বছরের ভোকেশনাল কোর্স পাশ করলেও করতে পারবে আবেদন। তবে মোট ৫০% নম্বর থাকতে হবে। অন্যদিকে কলা বিভাগের পড়ুয়াদের জন্য আবেদন করতে হলে, উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এই বিভাগের আবেদনকারীদের ইংরেজিতে ৫০ শতাংশ ও সব বিষয় মিলিয়ে সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
বয়সসীমা
প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২১ বছরের মধ্যে থাকতে হবে। ১ জানুয়ারি, ২০০৬ থেকে ১ জুলাই, ২০০৯ এর মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা এই নিয়োগ আবেদন করতে পারবেন।
কিভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। ফর্ম পূরণের জন্য অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে https://iafrecruitment.edcil.co.in
এছাড়াও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ১৫২ সেমি। এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা ১৫২ সেমি থাকতে হবে। এছাড়াও উত্তর-পূর্ব বা উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলের প্রার্থীদের জন্য সর্বনিম্ন ১৪৭ সেমি উচ্চতা গ্রহণযোগ্য হবে। অপরদিকে লাক্ষাদ্বীপের প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা ১৫০ সেমি।
বেতন স্কেল
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে চাকরির প্রথম বছরে প্রার্থীদের মাসিক বেতন ৩০,০০০ টাকা হবে, তবে তার মধ্যে প্রায় ২১,০০০ টাকা হাতে পাবেন। বাকি টাকা সরকার নির্ধারিত ফান্ডে জমা হবে। চার বছরের চাকরির মেয়াদ শেষে প্রার্থীরা পাবেন প্রায় ১০ লক্ষ টাকার একটি ‘সেবা নিধি প্যাকেজ’।
আবেদন ফি
অনলাইন পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের সময়, প্রার্থীদের ৫৫০ টাকা সঙ্গে জিএসটি ফি দিতে লাগবে।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের প্রথমে একটি অনলাইন লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Fitness Test) দিতে হবে। এরপর শর্টলিস্ট হওয়া প্রার্থীদের মেডিকেল পরীক্ষা নেওয়া হবে, যাতে তারা ভারতীয় বিমান বাহিনীর বিজ্ঞপ্তিতে দেওয়া স্বাস্থ্যের গাইডলাইন পূরণ করে কিনা তা দেখা হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন
Indian Air Force Recruitment Notification 2026 Download PDF – Click














