Instagram-এর রিলস দেখা এবার আরও সহজ, কিভাবে ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নয়া ফিচার নিয়ে এল ইনস্টাগ্রাম। এবার আর আঙুল নাড়াতে হবে না, অটোমেটিক স্ক্রল হবে আপনার প্রিয় এই সোশ্যাল মিডিয়া অ্যাপে। পরীক্ষামূলক পর্যায়ে আপাতত কয়েকজন গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে নয়া এই ফিচার। শীঘ্রই সেটি সকলেই দেখতে পাবেন ইনস্টায়।

মোবাইল ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামের এই ফিচার অত্যন্ত উপযোগী হবে বলে মনে করছেন এক্সপার্টরা। ইনস্টা এবার ইউজারদের দেবে অটোমেটিক স্ক্রলের অপশন। মেটার অপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রেডে এক ইউজার ইতিমধ্যেই ইনস্টার এই ফিচার ব্যবহার করতে পারছেন বলে পোস্ট করেছেন। মুহূর্তে ভাইরাল হয়েছে তাঁর সেই পোস্ট। যেখানে উল্লেখ রয়েছে ইনস্টার অটো ফিচারের পদ্ধতি।

গেম চেঞ্জার
তবে চাইলে এই ফিচার অন কিংবা অফ করে রাখার অপশন দেওয়া হবে ইনস্টা ব্যবহারকারীদের। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির দুনিয়ায় এই ফিচার গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বলে মন অধিকাংশ এক্সপার্টের।

ইনস্টাগ্রামের পক্ষ থেকে এই ফিচারটি এখনও পাকাপাকি ভাবে রোল আউট করা হয়নি। পরীক্ষামূলক ভাবে চালানো হচ্ছে কিছু ব্যবহারকারীর ফোনে। আগামী দিনে এই ফিচার আরও অনেক ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছে ইনস্টা কর্তৃপক্ষ। এর ফলে ইউজাররা হ্যান্ডস ফ্রি ইনস্টা স্ক্রনিংয়ের সুবিধা পাবেন। যাঁরা রিলস বানান তাঁদে জন্য এই ফিচার অত্যন্ত উপযোগী হবে। বারবার স্ক্রিনে স্ক্রল করার প্রয়োজন আর পড়বে না।

কীভাবে কাজ করবে?
অটোমেটিক প্লে: সেটিংসের মধ্যে এই ফিচার এনেবল করার অপশন থাকবে।
বারবর সোয়াইপ নয়: টাচ না করেও রিলস বানানো যাবে, সোয়াইপ না করেও বদলাবে পেজ।
রিলস নিজে থেকে বদলাবে: একটি রিল শেষ হওয়ার পর স্ক্রিনে নিজে থেকেই দ্বিতীয় রিল চলে আসবে।

মেটা সংস্থা আশা করছে, ইনস্টার এই অটো স্ক্রল ফিচারের সাহায্যে এনগেজমেন্ট আরও বাড়বে। আরও জনপ্রিয় হবে ইনস্টা রিল।

আরও পড়ুন:- ৩ বছরে ১১১০% রিটার্ন, সোমবারও লগ্নিকারীদের নজরে রেলের এই স্টক

আরও পড়ুন:- কোষ্ঠকাঠিন্যে ভুগছেন ? মুক্তি পেতে সহজ কিছু উপায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন