ইমরানের মুক্তির দাবিতে উত্তপ্ত ইসলামাবাদ, রাত থেকে আরও ভয়ানক চেহারা নিয়েছে সংঘাত

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) মুক্তির দাবিতে উত্তপ্ত পাকিস্তানের (Pakistan) রাজধানী ইসলামাবাদ (Islamabad)। পুলিশ ও ইমরান সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। তাতে মৃত্যু হয়েছে ছয় সরকারি নিরাপত্তাকর্মীর। মঙ্গলবার রাত থেকে আরও ভয়ানক চেহারা নিয়েছে সংঘাত।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

গতকাল ইসলামাবাদের বিভিন্ন জায়গায় জমায়েত করেন ইমরান সমর্থকরা। গাড়ি থেকে দেশাত্মবোধক গান বাজানো হয়। পুলিশের বসানো ব্যারিকেডও ভেঙে দেন বিক্ষোভকারীরা। গতকাল বিকেলে জমায়েত ‘রেড জোন’-এর কাছে একত্রিত হতে শুরু করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে পুলিশ এবং সেনা। এই ‘রেড জোন’ এলাকায় পাকিস্তানের সংসদ ভবন এবং বিদেশি দূতাবাস সহ গুরুত্বপূর্ণ নানা সরকারি ভবন রয়েছে। এরপরই দু’পক্ষের সংঘাত শুরু হয়। সময় যত গড়ায় সংঘাত তত তীব্র হয়। রাত বাড়তে সংঘাতের উত্তাপ বৃদ্ধি পায়। হিংসার চেহারা নেয় বিক্ষোভ মিছিল।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সংঘর্ষের জেরে আহত হন অনেকে। বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস। অভিযান চলাকালীন এলাকার আলো নিভিয়ে দেওয়া হয় বলে খবর। এমনকি, ইমরানের সমর্থকদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয় পাক সেনাকে।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

২০২৩ সালের অগাস্ট থেকে জেলবন্দি রয়েছেন ইমরান খান। সম্প্রতি কারাবন্দি অবস্থাতেই রাজধানী ইসলামাবাদ সহ পাকিস্তানের বড় শহরগুলিজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পিটিআই (পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ) প্রধান। ইমরানের অভিযোগ, তাঁর দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। ইমরান এ-ও দাবি করেন, নির্বাচনে গায়ের জোরে জনাদেশ বদলে ক্ষমতা দখল করেছে শাহবাজ শরিফের পিএমএল(এন) ও পিপিপি-র জোট সরকার। সংবিধানের ২৬তম সংশোধনী পাশ নিয়েও আপত্তি জানান তিনি। এরপর ২৪ নভেম্বর দেশজুড়ে তাঁর দল এবং সাধারণ মানুষের উদ্দেশে পথে নামার ‘শেষ আহ্বান’ জানান ইমরান। এরপরই রাজধানী ইসলামাবাদে পরবর্তী দু’মাসের জন্য জারি হয় ১৪৪ ধারা। রবিবার ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে রাজধানীর উদ্দেশে বিক্ষোভ মিছিল শুরু করেন পিটিআই কর্মী এবং সমর্থকরা। সোমবার সন্ধ্যায় মিছিল ইসলামাবাদে পৌঁছয়। বিক্ষোভকারীরা আরও এগোনোর সিদ্ধান্ত নিলে নামানো হয় সেনাবাহিনী। জানা গিয়েছে, এরপরই পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে ইমরানের সমর্থকদের সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষের উত্তাপ আরও বেড়েছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি এমনই যে, বিক্ষোভ দমনে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে পাক সেনাকে।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন