‘অনেক দেশই চায় না আমরা ক্ষমতায় আসি’, ভারতকে দুষে মন্তব্য বিএনপি নেতার

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারত-বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতন বেড়েছে। এর আঁচ পড়েছে দুই প্রতিবেশীর সম্পর্কে। বিশেষ করে বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক, বিএনপি নেতা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিতর্কিত মন্তব্যের জেরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর নবতম সংযোজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

আরো পড়ুন :- ইসলামিক সাম্প্রদায়িক শক্তির সমর্থনে জিতেছেন গান্ধী ভাই-বোন ! বিস্ফোরক সিপিএম নেতা

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, ‘আওয়ামী লিগ মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনি। তারা দেশকে নরকে পরিণত করেছিল। আওয়ামী লিগ দেশের সার্বভৌমত্ব নষ্ট করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। তাই ভারত আওয়ামি লিগকে এতদিন ভোটবিহীন ক্ষমতায় বসিয়ে রেখেছিল।’

আরো পড়ুন :- বাংলাদেশের মন্দিরে হাত-পা বাঁধা অবস্থায় পুরোহিতের দেহ উদ্ধার, ইউনূসের নিন্দায় ইসকন

ভারতকে দুষে তিনি বলেছেন, ‘আওয়ামী লিগের পুনর্বাসন আর এদেশে হবে না। বাইরের অনেক দেশ এখনও চায়, বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে। তাই ষড়যন্ত্র এখনও চলছে। দেশের মানুষ ভালো থাক, তা তারা চায় না। ভোট হলে দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে।’

আরো পড়ুন :- Big News :- এবার ট্রুডোর সরকার ফেলে দেওয়ার হুমকি খালিস্তানী নেতার !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন