Bangla News Dunia, দীনেশ :- বৃহস্পতিবার ভারতের শ্রীহরিকোটা থেকে ইউরোপীয় মহাকাশযান ‘প্রবা-৩'(Proba-3) –এর সফল উৎক্ষেপণ সম্পন্ন হল। ৪ তারিখে এই উৎক্ষেপণ হওয়ার কথা থাকলেও কিছু যান্ত্রিক ত্রূটির কারণে তা পিছিয়ে গিয়েছিল। এদিন বিকেল ৪.৪ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র (Satish Dhawan Space Centre) থেকে ইসরোর ফ্ল্যাগশিপ রকেট পিএসএলভি সি-৫৯(PSLV-C59)-তে চেপে মহাশূন্যে পাড়ি দিল প্রোবা-৩।
উল্লেখ্য, প্রোবা-৩ হল দুটি স্যাটেলাইট- ‘করোনাগ্রাফ’ স্পেসক্রাফট এবং ‘অকাল্টর’ স্পেসক্রাফটের সমষ্টি। মহাকাশযানটি ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরি। এই প্রোবা-৩ মহাকাশে পাঠানোর দায়িত্ব পেয়েছিল ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL)।
এদিন ইসরো(ISRO)-র এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে একটি পোস্ট করে বলা হয়েছে, “মিশন সফল হয়েছে। পিএসএলভি সি-৫৯/প্রবা-৩ মিশনের(The PSLV-C59/PROBA-3 Mission) সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। ইএসএ(ESA)-র উপগ্রহগুলিকে তাদের নির্ধারিত কক্ষপথে নির্ভুলতার সঙ্গে স্থাপন করা হয়েছে।”
আরো পড়ুন :- মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন, দিলেন বড় আশ্বাস
প্রসঙ্গত, সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে এবং সূর্যকে ঢেকে দেয়। পৃথিবীতে চাঁদের ছায়া যেখানে সব থেকে গভীর হয়, সেখান থেকেই সূর্যের ছটা বা ‘করোনা’ দেখা যায়। আর এই ‘অকাল্টর’-ও মহাকাশে চাঁদের মতোই সূর্যকে ঢেকে দেবে। সেই সুযোগে ঝটপট ওই ছবি তুলে নেবে ‘করোনাগ্রাফ’। বিজ্ঞানীরা প্রোবা-র তুলে আনা সেই সব ছবি বিশ্লেষণ করে দেখবেন। সূর্যকে নিয়ে নানা গবেষণামূলক অনুসন্ধান চালাবে প্রোবা। এই মিশনের লক্ষ্য শুধুমাত্র সৌর গতিবিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করা নয়। প্রোবা-র এই সফল উৎক্ষেপণ মহাকাশ প্রযুক্তি এবং গবেষণার অগ্রগতিতে প্রভূত সাহায্য করবে বলে মত বিশেষজ্ঞদের।
আরো পড়ুন :- আর অল্প সময়ের অপেক্ষা, রাতের আকাশে দেখা যাবে এক মহাজাগতিক বিস্ময়, আরও জানতে পড়ুন…..