অবাক কান্ড : গাজার নীচে একটা গোটা সুড়ঙ্গের শহর বানিয়ে ফেলেছে হামাস !

By Bangla news dunia Desk

Published on:

hezbollah lebanon

Bangla News Dunia , অমিত : ৪০ কিলোমিটার লম্বা এবং ১০ কিলোমিটার চওড়া গাজা ভূখণ্ডে প্রায় ২০ লক্ষ মানুষের বাস ছিমছাম, গোছানো শহর। বিশাল বিশাল বাড়ি, বহুতল, স্কুল, হাসপাতাল থেকে শুরু করে এক শহরে যা যা থাকা দরকার সবই রয়েছে এখানে। অনেকটা আর পাঁচটা শহরের মতোই। তবে এটি শুধুমাত্র শহরের একটি বহিরঙ্গ। এই শহরের নীচেই রয়েছে সন্ত্রাসের এক অন্য জগৎ। সেই জগৎ নিয়ন্ত্রণ করে প্যালেস্তাইনের সশস্ত্র জঙ্গি বাহিনী হামাস।

২০২১ সালে ইজরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছিল, হামাসের তৈরি ১০০ কিলোমিটারেরও বেশি সুড়ঙ্গপথ ধ্বংস করে দিয়েছে তারা। কিন্তু হামাস নেতা ইয়াহা সিনবার পরবর্তী কালে দাবি করেন, গাজায় ৫০০ কিলোমিটার সুড়ঙ্গপথ রয়েছে। যার মধ্যে মাত্র ৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, সুড়ঙ্গগুলি কোনওটি কোনও বহুতল থেকে, কোনওটি আবার কোনও স্কুল এবং মসজিদ থেকে খোঁড়া হয়েছে।

আরো পড়ুন :- ‘মুসলিমদের কেউ হারাতে পারবে না’

শহরের কোথা থেকে এই সুড়ঙ্গের শুরু এবং কোথায় শেষ, তা একমাত্র হামাসই জানে। মনে করা হচ্ছে, গত ৭ অক্টোবর ইজরায়েলে যে হামলা চালিয়েছিল হামাস, এই ধরনের সুড়ঙ্গ ব্যবহার করেই ঢুকেছিল তারা। অন্য দিকে, গাজা সীমান্তলাগোয়া মিশরেও এই সুড়ঙ্গের জাল বিছিয়েছে হামাস। বহির্জগতের কাছে এই সুড়ঙ্গ একটি রহস্য হয়েই রয়েছে। ২০০১ সালে গাজা শহরের নীচে সুড়ঙ্গের এই জাল বোনা শুরু হয়েছিল।

ওই বছরে গাজা কব্জা করে নেয় ইজরায়েল। গাজা থেকে তাদের তাড়ানোর জন্য পুরো শক্তি লাগিয়েছিল প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন। কিন্তু ইজরায়েলের অত্যাধুনিক সমরাস্ত্রের কাছে টিকতে পারছিল না তারা। ইজরায়েল সেনার হাত থেকে নিজেদের বাঁচাতে এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে হামলা জোরদার করতে গাজার নীচে সুড়ঙ্গ তৈরি করা শুরু করে জঙ্গিরা। সেই সুড়ঙ্গে বিস্ফোরক ভর্তি করে দিত তারা।

আরো পড়ুন :- হামাস বধে ইসরায়েলের হাতিয়ার মারণাস্ত্র ! দেখুন সেই হাতিয়ারের তালিকা

আর এ ভাবেই ইজরায়েল সেনাদের ফাঁদে ফেলার নয়া কৌশল নিতে শুরু করে জঙ্গিরা। ২০০৩ সালে গাজা থেকে মিশরের দিকেও বেশ কিছু সুড়ঙ্গ বানায় জঙ্গিরা। প্রয়োজনীয় সামগ্রী, মাদক এবং অস্ত্র পাচারের কাজে ব্যবহার করা শুরু হয় সেই সুড়ঙ্গগুলি। ২০০৭ সালে ফতেহকে সরিয়ে গাজা নিজেদের নিয়ন্ত্রণে নেয় হামাস। আর তার পর থেকেই গাজায় দ্রুত গতিতে সুড়ঙ্গের জাল বিস্তার হতে থাকে।

 

avilo home

 

রিচম্যান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফনে রিচমন্ড বরাক আন্তর্জাতিক এক সাক্ষাৎকারে বলেন, ‘হামাসের বানানো সুড়ঙ্গে অত্যাধুনিক সব ব্যবস্থা রয়েছে। হামলা থেকে নিজেদের বাঁচানোর জন্য ওই সুড়ঙ্গে আশ্রয় নেয় তারা। সুড়ঙ্গগুলিতে ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ সেন্টার রয়েছে। বেশির ভাগ সুড়ঙ্গ ১ মিটার চওড়া এবং আড়াই মিটার উঁচু।’২০০৬ সালের একটি ঘটনা ইজরায়েলকেও চমকে দিয়েছিল।

হামাস জঙ্গিরা গাজা-ইজরায়েল সীমান্তে সুড়ঙ্গ বানিয়ে ফেলে। আর সেই সুড়ঙ্গ ইজরায়েলের সেনাচৌকি পর্যন্ত বিস্তৃত ছিল। আর ওই সুড়ঙ্গপথেই ইজরায়েলের দুই সেনার উপর হামলা চালিয়ে আবার গাজায় ফিরে আসে জঙ্গিরা। এক সেনাকে আবার অপহরণ করেও নিয়ে গিয়েছিল তারা। এক রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৩ সালে ইজরায়েল ডিফেন্স ফোর্স দেড় কিলোমিটার লম্বা এবং ১৮ মিটার গভীর এক সুড়ঙ্গের হদিস পায়।

আরো পড়ুন :- কবে , কোথায় ‘ইহুদি’ ধর্মের উৎপত্তি ? জানুন প্রাচীন আব্রাহামের কাহিনী

যে সুড়ঙ্গের দেওয়াল ছিল কংক্রিটের। সুড়ঙ্গটি গাজা থেকে ইজরায়েলের কিবুজ পর্যন্ত বিস্তৃত ছিল। ২০১৪ সালে ‘অপারেশন প্রোটেক্টিভ এজ’ নামে একটি সামরিক অভিযান চালানোর সময় ইজরায়েল প্রায় ৩০টি এমন ‘ক্রস বর্ডার’ সুড়ঙ্গ ধ্বংস করেছিল। বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, সুড়ঙ্গ বানানোর জন্য এমন জায়গা বেছে নেয় যেখানে ইজরায়েলের হামলার আশঙ্কা কম। সেই সব জায়গা চিহ্নিত করাও খুব একটা সহজ নয়।

আরো পড়ুন :- পবিত্র ভূমি জেরুজালেমের ইতিহাস জানেন ? না জানলে জেনে নিন

আর এই ধরনের সুড়ঙ্গগুলিকে বাঙ্কার, অস্ত্রাগার এবং কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করা হয়। এক রিপোর্টে দাবি করা হয়েছে, গত ৭ অক্টোবর ইজরায়েলে যে বিপুল মাত্রায় রকেট হামলা চালিয়েছিল হামাস, সেই হামলার জন্য এই ধরনের সুড়ঙ্গকেই ব্যবহার করেছিল তারা। প্রসঙ্গত, গাজায় ছড়িয়ে থাকা সুড়ঙ্গপথগুলিকে ভিয়েতনামের সুড়ঙ্গপথের সঙ্গে তুলনা করা হচ্ছে। ভিয়েতনামে ২০ বছর ধরে যুদ্ধ চালিয়েও জিততে পারেনি আমেরিকা।

কারণ আমেরিকার সেনা এই সুড়ঙ্গপথ পার করে ঢুকতে পারেনি। হামাসও সে রকমই গোটা গাজায় সুড়ঙ্গের জাল বিছিয়ে রেখেছে। তবে এই ধরনের সুড়ঙ্গে লড়াই চালানোর জন্য ইজরায়েলও তাদের বিশেষ বাহিনীকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ বাহিনী হল ইয়ালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোর। #short news

আরো পড়ুন :- বিশ্বের সবচেয়ে পুরনো ধর্ম কোনটি ? কিভাবে বিস্তার হল ? জানুন অজানা তথ্য

আরো পড়ুন :- জানুন কেন বারবার ইজরায়েলের ঢাল হয় আমেরিকা ?

আরো খবরের জন্য নীচের ছবিতে ক্লিক করুন

 

 

 

https://twitter.com/study14522/status/1713445322192822300?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1713445322192822300%7Ctwgr%5E4f81b5330c0f61562bb3c2bf2ebb3891bd934e4f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.banglanewsdunia.com%2Fcountry%2Fwar-e0a7a8e0a7a6e0a7a6e0a7a6-e0a686e0a6aee0a787e0a6b0e0a6bfe0a695e0a6bee0a6b0-e0a6b8e0a788e0a6a8e0a78de0a6af-e0a686e0a6b8e0a69be0a787%2F

 

https://twitter.com/study14522/status/1713075469892079832?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1713075469892079832%7Ctwgr%5E4f81b5330c0f61562bb3c2bf2ebb3891bd934e4f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.banglanewsdunia.com%2Fcountry%2Fwar-e0a7a8e0a7a6e0a7a6e0a7a6-e0a686e0a6aee0a787e0a6b0e0a6bfe0a695e0a6bee0a6b0-e0a6b8e0a788e0a6a8e0a78de0a6af-e0a686e0a6b8e0a69be0a787%2F

 

 

আরো পড়ুন :- কর্মীদের ২৪-এর টার্গেট বেঁধে দিলেন সায়নী !

আরো পড়ুন :- জানুন কেন হতে পারে ভারত-চিন যুদ্ধ ?

আরো পড়ুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরও পড়ুন : পুজোর মুখে রাজ্যে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড়

আরও পড়ুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

আরো পড়ুন :- এই কারণে বৈশাখীর প্রেমে পড়েছিলেন শোভন ?

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরো পড়ুন :- বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে ? কে ছিলেন প্রথম মানব ? জানুন অজানা তথ্য

আরো পড়ুন :- কলকাতায় হচ্ছে অযোধ্যার রাম মন্দির ! দেখতে যাবেন নাকি

আরো পড়ুন : জানুন ছেলেদের জন্য কন্ডোম কতটা নিরাপদ ?

আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে

আরও পড়ুন : মহিলাদের ‘ব্যাংক একাউন্টে’ টাকা পাঠাবে মোদী সরকার !

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন