অবিলম্বে গিলগিট-বাল্টিস্তান খালি করুন ! পাকিস্তানকে নির্দেশ ভারতের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- অবিলম্বে গিলগিট-বাল্টিস্তান খালি করুন ! ভারত সরকার পাকিস্তানকে গিলগিট-বাল্টিস্তানের ভারতীয় এলাকাকে অবিলম্বে তৎকাল খালি করার নির্দেশ দিয়েছে। পাক সরকার গিলগিট-বাল্টিস্তানকে অন্তর্বর্তীকালীন পঞ্চম প্রদেশ ঘোষণা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রবিবার ঘোষণা করেছেন গিলিগিট-বাল্টিস্তানকে অন্তর্বর্তীকালীন পঞ্চম প্রদেশ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৪৭ সাল থেকে পাকিস্তান এই এলাকাটিকে অবৈধ ভাবে কবজা করে রেখেছে।

India -chin-and-pakistan

ভারতের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, অবৈধ রুপে পাকিস্তানের তরফ থেকে ভারতীয় এলাকার একটি অংশে ভৌগলিক পরিবর্তন আনার প্রচেষ্টাকে খারিজ করছে। ভারতের কেন্দ্রশাসিত প্রদেশ জম্মু কাশ্মীর ও লাদাখের সাথে গিলিগিট-বাল্টিস্তানও ভারতের অভিন্ন অঙ্গ। অবৈধ রুপে আর জোর করে কবজা করা এলাকায় দাবি করার কোনও অধিকার পাকিস্তানের নেই। ভারত জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর পাকিস্তান এই পদক্ষেপ করছে। গত বছর সংযুক্ত রাষ্ট্র সমেত আরও কয়েকটি আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে বলেছিলো পাকিস্তান। সেখানেও তারা ধাক্কা খেয়েছে।

আরো পড়ুন :- পুলওয়ামা হামলার ঘাতক পাকিস্তান ! অবশেষে হামলার দায় স্বীকার

প্রসঙ্গত আন্তর্জাতিক মঞ্চে চীন, তুর্কি ছাড়া পাকিস্তানের পাশে সেই সময় কোনও দেশই দাঁড়ায়নি। সকল দেশ  স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ মামলা। বারবার ব্যর্থ পাকিস্তান নতুন চাল চালাতে চাইছে। সেটিকে ব্যার্থ করছে ভারত। নয়া দিল্লি পাকিস্তানের এই চালকে রাজনৈতিক হাস্যকর দাবি বলে আখ্যা দিয়েছে। পাকিস্তান সরকারের এই পদক্ষেপের ফলে পাকিস্তানের দল গুলিও তীব্র বিরোধিতা করছে। তারা এই অঞ্চলটিকে পরিকল্পিতভাবে শোষণের অভিযোগ তুলেছে।

Highlights

1. অবিলম্বে গিলগিট-বাল্টিস্তান খালি করুন ! 

2. পাকিস্তান সরকারের এই পদক্ষেপের ফলে পাকিস্তানের দল গুলিও তীব্র বিরোধিতা করছে

#গিলগিট-বাল্টিস্তান #PAK

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন