অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সঙ্গীতা  দত্ত রায়  :-  সমগ্র বিশ্ব করোনা আক্রান্ত যার সূত্রপাত চীনের উহান প্রদেশ থেকে ,এখনো মার্কিন প্রেসিডেন্টের আক্রমণের তিরে  চীনের পাশেই দাঁড়ালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) . হু এর বক্তব্য অনুসারে এত সংক্রমণের মধ্যে মৃত্যুর সঠিক হিসাব রাখা সম্ভব নাই হতে পারে। বর্তমানে চীনের অবস্থা নিয়ন্ত্রণে আসায় সঠিক মৃত্যুই হিসাব নির্ণয় করতে পারছে চীন। অন্যান্য দেশের ক্ষেত্রেও এমনটাই হবে বলে হু মনে করছে। উহানে ভাইরাসের কারণে নতুন করে মৃত্যু হয়েছে, সেই সংখ্যা ৫০% বেড়েছে।

আরো পড়ুন :- চীনের চেষ্টায় জল ঢাললেন মোদী , FDI এর নিয়ম বদল কেন্দ্রের

তাই বিভিন্ন মহল থেকে মনে করা হচ্ছে যে চীন করোনা পরিস্থিতি গোপন করেছেকিনা। অবশ্য হু ইটা মনে করে না। হু এর মারিয়া ভন বলেন -‘ যে কোন অতিমারীর ক্ষেত্রে এই হিসেব রাখাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। ‘ তিনি আরও বলেন কারণ মৃত্যু তো হাসপাতালে নয় বাড়িতেও বহু হয়েছে।  সংক্রমণ থেমে  যাওয়ার পর অন্য দেশগুলিকেও করোনার সব তথ্য মিলিয়ে হিসেবে ঠিক আছে কিনা দেখে নিতে হবে। এদিকে উহানে মৃত্যুর সংখ্যা বাড়ার চীনকে আক্রমণ করেন ডন।

ভারতকে পাল্টা চাপ আমেরিকার

আরো পড়ুন :- টেকের জগতে গুগলের স্মার্ট ডেবিট কার্ড

তিনি এও বলেন – ‘ অদৃশ্য শত্রুর হাতে কতজনের মৃত্যু হয়েছে চীন এই তো সবে সেই সংখ্যা দ্বিগুন করেছে। এই সংখ্যা আমেরিকার থেকেও বেশি। মার্কিন প্রেসিডেন্টের কথা অনুযায়ী আমেরিকার থেকে অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে চীনে।.তিনি আরও বলেন -উহানের ল্যাবরেটরি থেকে ভাইরাস লিক হওয়ার ব্যাপারটাও ভালো করে দেখতে হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন