অসাধ্য সাধন করেছে নিউজিল্যান্ড , আর একজনও নেই করোনা সেখানে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- প্রথম থেকেই এই দেশ ছিল আলোচনাতে , যে ভাবে তারা লক ডাউন শুরু করেছিলেন ও সবাই সেই জিনিস মেনে চলছিলেন তাতে তারা একটা দৃষ্টান্ত গড়েছিলেন । সোমবারই এল সেই শুভদিন। গোটা পৃথিবী যখন করোনা কাঁটায় ধুঁকছে তখন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ড্রেন জানিয়ে দিলেন, তাঁর দেশের শেষ করোনা রোগী সুস্থ হয়ে গিয়েছেন । আর একটিও করোনা রোগী নেই নিউজিল্যান্ড ।

ফেব্রুয়ারির শুরুতে করোনা সংক্রমণ শুরু হয় নিউজিল্যান্ডে। শেষ রোগী চিহ্নিত হওয়ার পর ১৭ দিন পেরিয়েছে। নতুন করে চল্লিশ হাজার জনের করোনা পরীক্ষা করিয়েছেন ও দেশের স্বাস্থ্যকর্মীরা। কিন্তু একজনও রোগীর দেখা মেলেনি। পাশাপাশি শেষ করোনা রোগীও ভাল হয়ে গিয়েছেন। তাই জ্যাকিন্ডা ঘোষণা করছেন নিউজিল্যান্ড করোনামুক্ত।

জাকিন্ডা সোমবার বলেন,  নিউজিল্যান্ড সম্পূর্ণ করোনামুক্ত । সোমবার মধ্যরাত থেকেই সামাজিক সুরক্ষাবিধি উঠে যাচ্ছে নিউজিল্যান্ডে। ছন্দে ফিরতে চলেছে জনজীবন । গণপরিবহণে করেই অফিস যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। খোলা থাকবে সব দোকানপাট ।

Highlights

১. প্রথম থেকেই এই দেশ ছিল আলোচনাতে , যে ভাবে তারা লক ডাউন শুরু করেছিলেন ও সবাই সেই জিনিস মেনে চলছিলেন তাতে তারা একটা দৃষ্টান্ত গড়েছিলেন

২. শেষ রোগী চিহ্নিত হওয়ার পর ১৭ দিন পেরিয়েছে। নতুন করে চল্লিশ হাজার জনের করোনা পরীক্ষা করিয়েছেন ও দেশের স্বাস্থ্যকর্মীরা

৩. গণপরিবহণে করেই অফিস যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। খোলা থাকবে সব দোকানপাট 

#Unlockdown  #COVID-19 Free  #NewZealand

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন