ছোট অস্ট্রেলিয়ান দ্বীপরাষ্ট্র সামোয়া , চীনকে দিলো ঝাটকা !

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia , অমিত রায় :- চীন বিশ্বের এমন এক দেশ যে ২০২১ সালে এসেও বিশ্বের বিভিন্ন দেশের উপর নিজের কব্জা করতে চায়। কিন্তু আসতে আসতে বড় দেশ থেকে শুরু করে ছোট দেশ গুলি ও চীনের এই চালাকি বুঝতে শুরু করেছে। এক দিকে ইউরোপিয়ান ইউনিয়ানের মত বিরাট বড় সংস্থা চীনকে ঝাটকা দিচ্ছে অপর দিকে  অস্ট্রেলিয়ান দ্বীপরাষ্ট্র সামোয়া ( Samoa ) যার জন সংখ্যা মাত্র ২ লাখ সেই দেশ ও চীনকে ঝাটকা দিলো।

মূলত চীন ওই দেশে বন্দর তৈরির নামে সেই দেশের উপর কোনো বিরাট পরিকল্পনা করছিলো যাতে একদিকে ওই দেশকে চীনের আর্থিক গোলাম বানানো যায়। অপর দিকে সেখান থেকে অস্ট্রেলিয়ার উপর প্রভাব বিস্তার করা যায়। এমন পরিস্থিতিতে চীনের এই পরিল্পনার আঁচ পেয়েই চীনের সাথে ১০০ মিলিয়ন ডলার বা ৭২৯ কোটি টাকার এই বন্দর তৈরির চুক্তি বন্ধ করে দেয় সামোয়া প্রশাসন।

আরো পড়ুন :- ব্রেকিং নিউজ : চীনের করোনা রোধী ভ্যাকসিন ফেল ! চীনা পণ্যের মতোই চীনা ভ্যাকসিন ফেল

সামোয়া ( Samoa ) ছাড়াও প্রশান্ত মহাসাগরের পালাউ ( Palau ) দ্বীপরাষ্ট্র ও চীনকে ঝাটকা দিলো। পালাউ ( Palau ) দ্বীপরাষ্ট্র পৃথিবীর ক্ষুদ্রতম দ্বীপের মধ্যে একটি হওয়া সত্ত্বেও তাইওয়ানকে দেশ হিসাবে মান্যতা দেওয়া ১৫ টি দেশের মধ্যে একটি। পালাউ ( Palau ) দ্বীপরাষ্ট্র বলে পৃথিবীর কোনো দেশ তাইওয়ানের পাশে না দাঁড়ালে ও পালাউ ( Palau ) দ্বীপরাষ্ট্র তাইওয়ানের পাশে থাকবে। আর চীন এই তাইওয়ানকে নিজের দেশের অংশ বলে থাকে। ভারত ও এখনো তাইওয়ানকে দেশ হিসাবে মান্যতা দেয়নি।

আরো পড়ুন :- বিরাট সিদ্ধান্ত : ভারতীয় সেনায় থিয়েটার কম্যান্ড তৈরির পরিকল্পনা ভারতের

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- করোনার পরে বিভিন্ন দেশের সাথে লড়তে নতুন যুদ্ধ কৌশল ব্যবহার করছে চীন !

Bangla news dunia Desk

মন্তব্য করুন