আক্রান্তের সংখ্যায় বিশ্বের পঞ্চম স্থানে ভারত

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia,শারদীয়া রায়: – করোনা ভাইরাসে ভারতের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী। রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ, যা পরিসংখ্যানের ভিত্তিতে এখনো পর্যন্ত সর্বাধিক। এর ফলে বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় এখন ভারতের স্থান পঞ্চম। ভারতের আগে শীর্ষ তালিকায় রয়েছে আমেরিকা। এর পরে যথাক্রমে ব্রাজিল ,রাশিয়া এবং ব্রিটেন।

জন হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতে এই মুহূর্তে কোভিড-১৯ (COVID-19) আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৪৫৪। চতুর্থ স্থানে থাকা ব্রিটেনে শনিবার রাত পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ২৯৪। অন্যদিকে ওয়ার্ল্ডোমিটার অনুযায়ী, বিশ্ব করোনায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে ভারতের অবস্থান ছয়। ভারতের ঠিক আগেই রয়েছে ব্রিটেন এবং স্পেন। বর্তমানে প্রতিদিন ভারতে সংক্রমণের হার যে পরিমানে বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী পরিসংখ্যানের ভিত্তিতে ব্রিটেনকে ছাড়াতে ভারতের চারদিন সময় লাগতে পারে বলে আশংকা করেছেন বিশেষজ্ঞরা।

আক্রান্তের সাথে সাথে মৃতের সংখ্যা বৃদ্ধিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ২৯৪ জন মারা গিয়েছেন। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৬,৯২৯। এর মধ্যে ১৩৯ জনই মহারাষ্ট্রের বাসিন্দা এ ছাড়া দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের , গুজরাতে ৩৫ জনের। তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে ১২ জন , পশ্চিমবঙ্গে ১১ জন, তেলেঙ্গানায় ৮ জন, মধ্যপ্রদেশে ৭ জন, রাজস্থানে ৫ জন, অন্ধ্রপ্রদেশে ২ জন এবং জম্মু-কাশ্মীর, ওডিশা, পঞ্জাব, ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ডে একজন করে গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন।

দেশের মধ্যে মৃতের সংখ্যায় এখনো পর্যন্ত শীর্ষে আছে মহারাষ্ট্র।  সে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২,৬৬৯ জনের। এর পরে পরিসংখ্যানের ভিত্তিতে তালিকা রয়েছে গুজরাত (১,২১৯), দিল্লি (৭৬১), মধ্যপ্রদেশ (৩৯৯), পশ্চিমবঙ্গ (৩৮৩), উত্তরপ্রদেশ (২৫৭), তামিলনাড়ু (২৫১), রাজস্থান (২৩১) এবং তেলঙ্গানার (১২৩) মতো রাজ্য। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতরের হিসেবে রাজ্যে মোট কোভিড আক্রান্ত ৭,৭৩৮ জন। কেন্দ্রের হিসেবে রাজ্যে কোভিডে মৃতের সংখ্যা ৩৮৩

Highlights

১. করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বের মধ্যে স্থানে রয়েছে ভারত।

২. আক্রান্তের সাথে মৃতের সংখ্যাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

# Corona | # India

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন