Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আজকের দিনে ! অতীতে এই দিনে যা ঘটেছিলো। আজ ১৭ নভেম্বর, মঙ্গলবার। একনজরে দেখে নিন ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়।
আজকের দিনের ইতিহাস ——-
১. ১৫২৫ সালে সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোগল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন।
২. ১৫৫৮ প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
৩. মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
৪. ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে বিজয় লাভের পর ঐক্যবন্ধ জার্মানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়।
৫. স্যার কলিন ক্যাম্পবেল সিপাহি বিদ্রোহীদের কাছ থেকে লখনৌ উদ্ধার করেন।
৬. ন্যানি, একজন পর্তুগিজ ফুটবল খেলোয়াড়। যিনি ১৯৮৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন।
৭. ১৯৪২ সালে মার্টিন স্কোরসেজি, মার্কিন চলচ্চিত্র পরিচালক তিনি জন্ম গ্রহণ করেন।
আরো পড়ুন :- পাকিস্তানকে যোগ্য শিক্ষা দিল ভারতীয় সেনা ! তোলপাড় সীমান্ত
৮. ১৯৫২ সালে রুনা লায়লা, খ্যাতিমান বাংলাদেশি গায়িকা। তিনি আজকের দিনে জন্ম গ্রহণ করেন।
৯. ১৮০০ সালে ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। যা ছিল ইতিহাসে প্রথম।
১০. ১৭৯৬ সালে ফ্রান্সের কনসাল নেপোলিয়ন বোনাপার্ট অস্ট্রিয়ানদের পরাজিত করেন। তৈরী করেন বিরাট ফ্রেঞ্চ সম্রাজ্য।
১১. ১৯৯৯ সালে আজকের দিনে আন্তর্জাতিক ক্ষেত্রে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
নজর রাখুন রোজ আজকের ইতিহাসের পাতায়।
Highlights
1. আজকের দিনে !
2. নজর রাখুন রোজ আজকের ইতিহাসের পাতায়।
#Today’s #History