Bangla News Dunia, দীনেশ :- মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসবের মাঝেই এবার দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল কানাডার (Canada) একটি বিমান। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কানাডার হালিফ্যাক্স বিমানবন্দরে (Halifax airport)।
জানা গিয়েছে, বিমানটি সেন্ট জন’স থেকে হালিফ্যাক্সে আসছিল। কিন্তু অবতরণের সময় রানওয়েতে পিছলে (Skid) যায় বিমানটি। যার ফলে বিমানটি বাঁদিকে কিছুটা হেলে পড়ে। সেই সময় বিমানের ডানা মাটি ছুঁতেই ঘর্ষণের কারণে আগুন ধরে ওঠে। কালো ধোঁয়া বের হওয়ায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাইলট কোনওমতে ব্রেক কষে বিমানটিকে থামাতে সক্ষম হন। ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান যাত্রীরা। যদিও এখনও পর্যন্ত কানাডার বিমান দুর্ঘটনায় (Plane accident) কোনও হতাহতের খবর মেলেনি। অবতরণের পর নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এরপর বিমানের ভেতর থেকে সকলকে নিরাপদভাবে বের করে আনা হয়। এই ঘটনার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ওই বিমানবন্দর।
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না
প্রসঙ্গত, কয়েকদিনের মধ্যে দুটি বড় বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব। রবিবার দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় ১৮১ জনকে নিয়ে একটি বিমান ভেঙে পড়ে। মাত্র দু’জন বাদে ওই বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে গত ২৫ ডিসেম্বরও আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান রাশিয়ার দিকে যাওয়ার পথে ভেঙে পড়ে কাজাখস্তানের উপর। জরুরি অবতরণের চেষ্টা করলেও বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। ওই বিমানে থাকা ৬৭ জন যাত্রীর মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে।
আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা