আজ ভারত -চীন পুনরায় বৈঠক ,কি হবে জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষের পরে ১ সপ্তাহ কেটে গেছে। কিন্তু স্ট্যান্ড অফ এখনো আছে। কেউ কারো জায়গা থেকে এতটুকুও সর্বে না ,তাই উভয় দেশের সেনা কর্তারা সোমবার পুনরায় বৈঠকে বসেছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। এই নিয়ে  ১ সপ্তাহে ৪ বার আলোচনা ,তাতেও ফল পাওয়া গেলো না। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে মলডোতে এই বৈঠক হয়। সূত্রের খবর -ভারতের লেফটেনেন্ট জেনারেল হরিন্দর সিংয়ের সামনে চীন তাদের এক কমান্ডিং অফিসারের মৃত্যুর কথা স্বীকার করে।

ভারত -চীন

এখনো যেহেতু চীন তাদের পুরোনো অবস্থানে ফিরে  যায়নি তাই দিল্লি বাড়তি সাবধানতা হিসাবে লাদাখের চীন সীমান্তে  ‘সারফেস টু এয়ার মিসাইল ‘লঞ্চার সিস্টেম মোতায়েন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র পাহাড়ি অঞ্চলে দূরের টার্গেট ধ্বংস করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রক সোমবারের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে ৩২ টি রাস্তা নির্মাণের কাজ তাড়াতাড়ি করার জন্য। আজ মঙ্গলবার ভারতের লেফটেনেন্ট জেনারেল হরিন্দর সিং ও চীনের মেজর জেনারেল লিন লিউ -এর আলোচনা হবে। সেনা সূত্রে খবর – সোমবারের বৈঠকে ভারত কয়েকটা বিষয়ের ওপর জোর দিয়েছে।

১.  নতুন করে উত্তেজনা তৈরী করা যাবে না এবং প্যাংগং লেক ও ফিঙ্গার ৪ -৮ খালি করতে হবে। পাশাপাশি পিএল কে জানানো হয়েছে -পিপি ১৪ -তে ভারতীয় সেনা টহলদারি চালাবে। চীন এখন থেকে কবে সরে যাবে সেকথাও ভারত জানতে চেয়েছে। আজকের আলোচনায় বলা হতে পারে -২ মে -র পূর্বের অবস্থানে ফিরে যেতে হবে উভয় পক্ষকেই। এখন প্রতিরক্ষা মন্ত্রক চীন ও পাকিস্থান সীমান্তে সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। লাদাখের মতোই সিকিম ও অরুণাচল -এর চীন সীমান্তেও আরও বেশি সেনা মোতায়েন করা হচ্ছে।

Highlights

১.  ভারতের লেফটেনেন্ট জেনারেল হরিন্দর সিংয়ের সামনে চীন তাদের এক কমান্ডিং অফিসারের মৃত্যুর কথা স্বীকার করে।

২.  আজ মঙ্গলবার ভারতের লেফটেনেন্ট জেনারেল হরিন্দর সিং ও চীনের মেজর জেনারেল লিন লিউ -এর আলোচনা হবে।

৩.  পিপি ১৪ -তে ভারতীয় সেনা টহলদারি চালাবে।

ভারত     #  চীন     #  সীমান্ত বৈঠক 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন