আজ লাদাখ সীমান্তে পুনরায় ভারত -চীন বৈঠক

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Sangeeta Datta Roy –  আজ মঙ্গলবার আবার সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনির বৈঠক বসবে। সকাল সাড়ে 10 টা নাগাদ পূর্ব লাদাখে নিয়ন্ত্রনরেখার কাছে ভারতীয়  ভূখণ্ডের চুশুল এলাকায় বৈঠক হবে। সীমান্তে সেনা পর্যায়ের এটা ৩য় পর্যায়ের বৈঠক। ভারতীয় সেনাবাহিনীর তরফে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন লেফটেনেন্ট জেনারেল হরিন্দর সিং। গত ২২ জুন সকাল সাড়ে ১১ থেকে পূর্ব লাদাখ সীমান্তে প্রায় ১০  আলোচনায় স্থির হয় যে ভারতীয় ভূ -খন্ড থেকে চীনের সেনা সরে যাবে।

Galwan River

 

কিন্তু তারপর ২৫ জুনের উপগ্রহ চিত্র অনুসারে -চীনের সেনা ভারতীয় ভূ -খন্ডের প্রায় ৪২৩ মিটার এলাজ জুড়ে বর্তমানে অবস্থান করছে ,আর এখানেই ১৬ টি চীনা  সেনার ছাউনি দেখা যাচ্ছে। সুতরাং কার্যত দেখা গেলো ২২ জুনের রফা মানেনি চীন। প্রাক্তন লেফটেনেন্ট জেনারেল রামেশ্বর রায় বলেন -‘ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূ -খন্ডে বসে আছে চীনা সেনা ,সেখানেই তাঁবু বানিয়েছে। ওদের দাবি ওটা চীনের এলাকা ,এখন ভারতীয় সেনাকে প্রমান করতে হবে চীনের সেনার অবস্থানটা নৈতিক নয়। ‘ এই বছরের শুরু থেকেই চিনে সেনাবাহিনী ক্রমাগত পারস্পরিক সমঝোতা লঙ্ঘন করছে।

ভারত -চীন

 

ভারত কখনোই প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেনি। সূত্রের খবর অনুযায়ী -আগামী ২৭ জুলাইয়ের মধ্যেই রণসজ্জায় সজ্জিত হয়ে ফ্রান্স থেকে ভারতে আসছে ৬ টি রাফাল। ৩৬ টি রাফালের মধ্যে প্রথম দফার ৬ টি কে আম্বালার এয়ারবেসে রাখা হবে। আগামী মাসের মধ্যে ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতে আসবে। এর সঙ্গে রাশিয়া থেকে আসবে সাড়ে ৭ হাজার কোটি টাকার সমরাস্ত্র। আমেরিকাও ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেখান থেকে আসছে প্রচুর গোলাবারুদ।

Highlights

১.  আজ মঙ্গলবার সকাল সাড়ে 10 টা নাগাদ পূর্ব লাদাখে নিয়ন্ত্রনরেখার কাছে ভারতীয়  ভূখণ্ডের চুশুল এলাকায় বৈঠক হবে। 

২.  চীনের সেনা ভারতীয় ভূ -খন্ডের প্রায় ৪২৩ মিটার এলাজ জুড়ে বর্তমানে অবস্থান করছে। 

৩.  ২৭ জুলাইয়ের মধ্যেই রণসজ্জায় সজ্জিত হয়ে ফ্রান্স থেকে ভারতে আসছে ৬ টি রাফাল। 

সীমান্ত বৈঠক   #  ভারত -চীন     #  চুশুল  ( লাদাখ )

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন