আন্তর্জাতিক ক্ষেত্রে ফের রেকর্ড ভারতের , দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আন্তর্জাতিক ক্ষেত্রে ফের রেকর্ড ভারতের। দারিদ্র দূরীকরণে বড় সাফল্য অর্জন করেছে ভারত। রাষ্ট্রপু্ঞ্জের রিপোর্ট বলছে, ২০০৫-০৬ থেকে ২০১৫-১৬-র মধ্যে ভারতে ২৭ কোটি ৩০ লক্ষ মানুষ দারিদ্রের কবল থেকে মুক্ত হয়েছেন। রেকর্ড হারে  কমেছে অনাহারে থাকা ও অপুষ্টিতে ভোগার সংখ্যা। যা সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত।

রাষ্ট্রপুঞ্জের ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ইনিশিয়েটিভ এর পরিসংখ্যান বলছে, ২০০০ থেকে ২০১৯-এর মধ্যে বিশ্বের ৭৫টি দেশের মধ্যে ৬৫টি দেশ বিভিন্ন ক্ষেত্রে দারিদ্রের মাপকাঠি কমাতে পেরেছে। ভগ্ন স্বাস্থ্য, শিক্ষার অভাব, নিম্ন মানের জীবনযাপন, হিংসার আশঙ্কা—এই ধরনের বিষয়কে বিভিন্ন ক্ষেত্রে দারিদ্রের মাপকাঠি ধরা হয়েছিল। রিপোর্ট বলছে, ভারত রেকর্ড সংখ্যক মানুষকে দারিদ্রসীমার বাইরে নিয়ে আসতে পেরেছে।

লক ডাউনে অনিশ্চিত পথশিশুদের জীবন

গত ১০ বছরে ভারতের অন্তত ২৭ কোটি ৩০ লক্ষ মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন দারিদ্র্যের অভিশাপ থেকে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আর্মেনিয়া, ভারত, নিকারাগুয়া এবং উত্তর ম্যাসিডোনিয়া— পাঁচ বছরেই এমপিআই-র অর্ধেক অর্জন করতে পেরেছে। বিশ্বের জনসংখ্যার এক-পঞ্চমাংশ এই চারটি দেশে। কারণ, জনসংখ্যার নিরিখে ভারতই বিশ্বে দ্বিতীয়। এই চারটি দেশে দারিদ্রের মূলগত ক্ষেত্রে ফারাক থাকলেও, তারা তা অতিক্রম করে দারিদ্র সীমা থেকে বহু মানুষকে বার করে আনতে পেরেছে। ২০০৫-০৬ থেকে ২০১৫-১৬-র মধ্যে জাতীয় স্তরে বিভিন্ন ক্ষেত্রে দারিদ্র কমাতে পেরেছে ভারত।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ উন্নয়নমূলক কাজকর্মে গভীর প্রভাব ফেলেছে। কিন্তু রাষ্ট্রপু্ঞ্জের এই রিপোর্ট তৈরি হয়েছিল বিশ্বব্যাপী সংক্রমণের আগেই। ওপিএইচআইয়ের ডিরেক্টর সাবিনা অ্যালকায়েরের বক্তব্য, দৈনন্দিন জীবনে দারিদ্রকে জয় করার এই কাহিনি প্রমাণ করে জীবনযাত্রাকে কী ভাবে আরও উন্নত করা যায়।

Highlights

1. দারিদ্রতা দূরীকরণে রেকর্ড ভারতের

2. ভারতের অন্তত ২৭ কোটি ৩০ লক্ষ মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন

#India #Poverty

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন