Bangla News Dunia, সারদা দে :- বিশ্বের ইকুইটি বাজারের সঙ্গে পাল্লা দিয়ে ফের কমে গেল জ্বালানি তেলের দাম। সংবাদ সূত্রের খবর অনুযায়ী শুক্রবার অপরিশোধিত তেলের দাম ব্যারোল প্রতি ১০ ডলার কমে গেছে যা ২০২০ সালের পরে সর্বোচ্চ পতন হিসেবে ধরা হচ্ছে। জ্বালানি তেলের দাম কমে যাওয়ার ফলে প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতি ও জ্বালানির চাহিদাতে। আকস্মিক জ্বালানি তেলের দামের পতনের পিছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট (News Covid 19 Variant) বা ওমিক্রন।
২০২০ সাল থেকে বিশ্ব অর্থনীতিতে করোনার যে নেতিবাচক প্রভাব পড়েছিল এই বছরের শেষের দিকে তা অনেকটাই পূরণ করার চেষ্টা করা হচ্ছিলো। বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে মূল স্রোতে ফিরেও আসছিলো। কিন্তু করোনার নতুন করে এই দাপটের ফলে বিনিয়োগকারীরা আবার করে পিছু হঠতে শুরু করেছেন। আর এই ফলশ্রুতি হিসেবেই বিশ্ব বাজারে এই পতন। বিশ্ব অর্থনীতিতে আবার নতুন করে ধ্বসের আশংকা করছেন বিশেষজ্ঞরা।
আরো পড়ুন :- হাজির করোনার নতুন প্রজাতি “omicron” , ভাঙবে ভ্যাকসিনের সব প্রতিরোধ ?
দক্ষিণ আফ্রিকায় কোরোনার এই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায় মার্টিন যুক্তরাষ্ট্রের থ্যাঙ্কসগিভিং ছুটির সময়। তাই এই মুহূর্তে সবার নজর মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দামের দিকে। পেট্রোলিয়াম রফতানিকারক দেশ ও তাদের সহযোগীদের সংস্থা ওপেক প্লাস বর্তমানে করোনার নতুন স্ট্রেইন নিয়ে গবেষণা করছে। জ্বালানি তেলের সরবরাহ বাড়লেই একমাত্র এই সমস্যার সমাধান সম্ভব বলে এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।। অনেক বিশেষজ্ঞরা আগামী সপ্তাহের শুরুতেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করলেও কিছু বিশেষজ্ঞের মতে আগামী দিনের বাজারের অবস্থা আরো খারাপ হতে পারে।