Bangla News Dunia,শারদীয়া রায়: – তালিবান জঙ্গিদের তৎপরতায় ফের অশান্ত হয়ে উঠেছে আফগানিস্তান সীমান্ত। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমন্দে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ১১ জন জঙ্গি , আহত ৬ জন। শনিবার আফগান পুলিশের তরফ থেকে নিহত তালিবান জঙ্গিদের খবর নিশ্চিত করা হয়েছে।
আফগান পুলিশ সূত্রের খবর শুক্রবার রাতে আলি, ওয়াশির ও সাংগিন জেলার চেক পয়েন্টে সশস্ত্র পুলিশের উপর অতর্কিতে হামলা চালানোর চেষ্টা করে তালিবানরা। এর পরে পুলিশরাও পাল্টা গুলি চালায়। পুলিশের সাথে গুলিবিনিময়ে ১১ জন জঙ্গি নিহত হয়। তবে এই সংঘর্ষে আফগান পুলিশের কেউ আহত কিংবা নিহত হয়নি বলে সংবাদসূত্রে জানা গেছে। তালিবানরা অবশ্য এই বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি।
অন্যদিকে শনিবার সকালে দক্ষিণাঞ্চলীয় খোস্ত প্রদেশের ইয়াকুবি জেলায় বন্দুকবাজের অতর্কিত হামলায় ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিওরিটি চিফ নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সূত্র অনুযায়ী ডিরেক্টরের দুই বডিগার্ড জখম হয়েছে । নিহত হয়েছেন দুই সীমান্ত রক্ষী। তবে এখনো পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তান সীমান্ত ঘেঁষা পূর্ব পাকতিয়া প্রদেশে শনিবার এক বিস্ফোরণে দুই আফগান সীমান্তরক্ষী নিহত হয়েছেন। সূত্রের খবর, বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে আফগান-পাকিস্তান সীমান্তের কাছে পাকতিয়ার পাটান জেলার মকবালো উপত্যকায়। গত সপ্তাহে তালিবানদের হামলায় এই অঞ্চলে ১৪ আফগান সেনা শহিদ হয়েছেন।
তালিবানি সেন্ট আক্রমণের সাথে সাথে কয়েক ঘন্টার ব্যবধানে আকাশপথে জোড়া প্রত্যাঘাত করে মার্কিন সেনা। সূত্রের খবর আফগানিস্তানের দুই প্রান্তে এই জোড়া বিমানহামলা চালানো হয় তালিবানি ঘাঁটিকে লক্ষ্য করে। তালিবানদের সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন হওয়ার পর এই প্রথম মার্কিন বিমানহানার ঘটনা ঘটলো।
Highlights
১. আফগানিস্তান সীমান্তে হামলা চালায় তালিবানরা
২. গুলি বিনিময়ে প্রাণ হারিয়েছেন ১১ জন জঙ্গি
৩. শনিবার আফগান সীমান্তে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিওরিটি চিফ।
# Corona | # Afghanistan | # Taliban