আফগানিস্তানে পাক বিমান হামলা, মৃত্যু অন্তত ১৫ জনের, পাল্টা জবাবের পাক দখলের হুঁশিয়ারি তালিবানের

By Bangla News Dunia Dinesh

Published on:

mi-24-helicopter-taliban

 

Bangla News Dunia, দীনেশ :- আফগানিস্তানের (Afghanistan) মাটিতে পাকিস্তানের (Pakistan) হামলার অভিযোগ। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানের সামরিক বিমান হামলা চালায়। ঘটনায় মহিলা ও শিশু সহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আফগানিস্তান প্রশাসনের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলায় বহু মানুষ জখম হয়েছেন। গৃহহীন হয়ে পড়েছেন অনেকে। ত্রাণ ও উদ্ধারকাজে নেমেছে তালিবান প্রশাসন। ধ্বংসস্তূপের তলায় আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। পাক সেনার হামলার পর পালটা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালিবান (Taliban)।

আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৪ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার পাক বিমান বাহিনী বারমাল জেলার লামান সহ সাতটি গ্রাম লক্ষ্য করে বোমা ফেলে বলে অভিযোগ। ওই ঘটনায় একটি গ্রামের একই পরিবারের পাঁচ জন নিহত হন। মুর্গ বাজার নামে একটি গ্রাম বোমায় পুরোপুরি বিধ্বস্ত। হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। আফগানিস্তানের তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রক হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। একইসঙ্গে প্রতিশোধের হুমকিও দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তানের আশ্রয় নেওয়া ওয়াজিরস্তানি শরণার্থী ও নিরীহ মানুষদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?

তবে, এখনও পর্যন্ত হামলায় দায় স্বীকার করে কোনও বিবৃতি দেয়নি পাক সরকার। পাক সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র মারফত জানা যাচ্ছে, সীমান্তে তালিবানদের ডেরা লক্ষ্য করে হামলা হয়। হঠাৎ আফগানিস্তানে পাকিস্তানের হামলা চালানোর কারণ কী? সূত্রের খবর, জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি) গত কয়েক মাস ধরে পাক সেনাবাহিনীর উপর লাগাতার হামলা চালাচ্ছে। পাকিস্তানের অভিযোগ, আফগান সরকার টিটিপিদের আশ্রয় দিচ্ছে। তালিবান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াতুল্লা খাওয়ারাজামি পাকিস্তানের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন