Bangla News Dunia , অজয় দাস :- আবারো করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিলো চিনে। চীনের আর্থিক রাজধানী গুয়াংঝাউ প্রদেশে করোনা ভাইরাসের জেরে লক ডাউন ঘোষণা করা হয়েছে। এই গুয়াংঝাউ প্রদেশ চীনের অর্থনীতির জন্য খুবই দরকারি একটি প্রদেশ। এই প্রদেশের জিডিপি ৪০০ বিলিয়ান ডলার। যা বিশ্বের ৭০ টি দেশের জিডিপির থেকেও বেশি। উদাহরণ স্বরূপ , গ্রীস দেশের অর্থনীতি ৩০০ বিলিয়ান ডলারের কিছু বেশি আর তুর্কির অর্থনীতি এই প্রদেশের অর্থনীতির দ্বিগুন। অথাৎ ৮০০ বিলিয়ান ডলারের বেশি।
এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে তুর্কি ও গ্রীস এর মত দেশ ও এই একটি প্রদেশের কাছে ক্ষুন্ন বলে মনে হয়। এবার এই প্রদেশেই কড়া লক ডাউন ঘোষণা করেছে চীন। যার ফলে চীনের অর্থনীতির উপর প্রভাব পড়বে এটা মনে করা হচ্ছে। কারণ চীনের বড় বড় কোম্পানির অফিস এই প্রদেশেই রয়েছে।
আরো পড়ুন :- এবার ভারত ও তেল রপ্তানি করবে বিদেশে !
কিন্তু এখন প্রশ্ন হলো এতদিন চিনে কোনো করোনা ভাইরাস না থাকার পরেও হঠাৎ এই প্রদেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পিছনে কোনো কারণ নেইতো। এই কথা বিশেষজ্ঞদের ভাবাচ্ছে কারণ কয়েকদিন আগেই আমেরিকার রাষ্ট্রপতি আমেরিকার গুপ্তচর বাহিনীকে ৯০ দিনের মধ্যে এই ভাইরাসের উৎস নিয়ে রিপোর্ট দিতে বলেছেন।
এছাড়া WHO – র উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে চীনে গিয়ে আরো ভালো করে এই ভাইরাসের উৎস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার। দুই দিন আগেই ভারতের পক্ষ থেকে WHO -কে চীনে গিয়ে আবারো পরীক্ষা নিরীক্ষা করার অনুরোধ করা হয়েছে। এই কারণেই হয়তো চীন নিজের দেশে করোনা ছড়িয়ে আন্তর্জাতিক ক্ষেতের দেখতে চাইছে চীন ও করোনাতে আক্রান্ত। কারণ বিভিন্ন সময় বিভিন্ন গবেষক বলেছেন এই ধরণের ভাইরাস কোনো প্রাকৃতিক ভাইরাস হতে পারে না।
আরো পড়ুন :- আবারো ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো সৌদি আরব
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ভারতের ব্রহ্মস মিসাইলকে ভয় পায় চীন ! স্বীকার করলো নিজেই