আবারো ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো সৌদি আরব

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অমিত রায় :- বিগত কয়েক মাস ধরে ভারত ও সৌদি আরবের সম্পর্ক মোটেই ঠিক যাচ্ছে না ।  যবে থেকে সৌদি আরব ভারতকে বলেছে যে তারা কাঁচা তেলের দাম কমাবে না। মূলত করোনা কালে সৌদির কাঁচা তেল ক্রয় করে ভারত। তখন সৌদির কাঁচা তেল ক্রয় করার কোনো দেশ ছিল না। ফলে সেই সময় সৌদি ভারতকে অনুরোধ করে তাদের থেকে তেল ক্রয় করতে , তখন ভারত সৌদি থেকে কম দামে বেশি পরিমান তেল ক্রয় করে।

সেই সময় ভারত সরকার সৌদিকে বলে করোনা ভাইরাসের প্রকোপ কমলে ও হঠাৎ করে যাতে সৌদি তেলের দাম না বাড়িয়ে দেয়। এতে ভারত তথা সারা বিশ্বের অর্থনীতির উপর প্রভাব পড়বে। এর পরে সারা বিশ্বে লক ডাউন খুলতেই তেলের চাহিদা বৃদ্ধি পেলে সৌদি আরব তাদের তেলের দাম বাড়িয়ে দেয়। তখন ভারত সরকারের সাথে সৌদির সম্পর্ক খারাপ হতে শুরু করে।

আরো পড়ুন :- মুসলিম বিশ্বকে এক করে ” আর্মি অফ ইসলাম ” গড়ার পথে তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ান

এর পর ভারত সৌদি থেকে কাঁচা তেল আমদানি ৪০ শতাংশ কমিয়ে দেয় , যার ফলে মাথায় হাত পরে সৌদির। এর পরে সৌদি ভারতের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করে। যার ফল স্বরূপ সৌদি ভারতকে করোনার সাথে লড়াইয়ের জন্য সাহায্য পাঠায়। কিন্তু এই সম্পর্ক মজবুত করার জন্য সৌদি আবারো ভারতে করোনার সাথে লড়াইয়ের জন্য সাহায্য পাঠাতে চলেছে।

এর আগে ২০২০ সালে যখন প্রথম করোনা ভাইরাস আসে তখন ভারতও  সৌদিকে বিভিন্ন ঔষধ ও মেডিকেল সামগ্রী দিয়ে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে ভারত ও সৌদির সম্পর্ক ভালো হলে দুই দেশই লাভবান হবে। এখন দেখার সম্পর্কের উন্নতি হয় কি না।

আরো পড়ুন :- এবার ভারত ও তেল রপ্তানি করবে বিদেশে !

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- ভারতের ব্রহ্মস মিসাইলকে ভয় পায় চীন ! স্বীকার করলো নিজেই

Bangla news dunia Desk

মন্তব্য করুন