Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এবার করোনার আঁচ পৌঁছে গেলো আমাজনে । গভীর জঙ্গলে থাকা জনজাতি গোষ্ঠীর মধ্যেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ালো । এবার সেখান থেকে মৃত্যুর খবর মিলল ।সেখানকার ১৫ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে । খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক । তবে মৃত্যুর কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছে রোরেইমার হাসপাতাল কর্তৃপক্ষ। এরফলে সেখানকার অরণ্যচারী জনজাতি গোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে চিন্তা আরও বেড়েছে ব্রাজিল প্রশাসনের।
[ আরো পড়ুন :- সুমেরু অঞ্চলের ওজন স্তরে দেখা দিলো ছিদ্র ]
ব্রাজিলের আমাজনের গভীরে থাকা প্রাচীন জনজাতি গোষ্ঠী ইয়ানোমামি। এদের বেশির ভাগের জীবনযাপনের ছন্দ আধুনিকতা থেকে বহু যোজন দূরে। ব্রাজিল প্রশাসন সূত্রে খবর, ইয়ানোমামি জনজাতির বছর ১৫ এর এক কিশোর গুরুতর অসুস্থ হয়ে নিকটবর্তী রোরেইমার হাসপাতালে ভর্তি হয়। বিভিন্ন উপসর্গ দেখে চিকিৎসকরা করোনা পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে কিশোরের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা বিফলে যায় । শেষমেশ তার মৃত্যু হয় ।
লোকালয় থেকে এত দূরে গভীর জঙ্গলে বনবাসীদের কীভাবে গ্রাস করল নোভেল করোনা ভাইরাস? প্রশাসনের অনুমান চোরাচালানকারীর অবাধ যাতায়াত এই অঞ্চলটাতে , তাদের কারও থেকেই করোনা সংক্রমণ উপজাতিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। চিকিৎসকদের অসংখ্যা যদি এই ভাইরাস তাদের মধ্যে সত্যি ছড়িয়ে পরে তার থেকে বিপদের আর কিছুই না । গভীর জঙ্গল থেকে সরিয়ে এনে এদের আধুনিক চিকিৎসা পরিষেবা দিতে না পারলে, খুব দ্রুত বিলুপ্ত হয়ে যেতে পারে গোটা প্রজাতি।
[ আরো পড়ুন :- লকডাউনের মধ্যে বিয়ে করে চাকরি খোয়ালেন এক সরকারি অফিসার ]