Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ইজরায়েল যুদ্ধ বিরতি ঘোষণার পর গাজার রাস্তায় মানুষের ঢল নামে। তাঁরা বলে, যুদ্ধে আমাদের ক্ষতি হয়েছে কিন্তু এটা ইসলামিক উগ্রবাদী সংগঠন হামাসের জয়। আরেকদিকে, ইজরায়েল কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে , যদি এবার শত্রুতাপূর্ণ কোনও কাজ করা হয়, তাহলে আমরা হাতিয়ার তুলে নিতে পিছপা হব না। ১১ দিন চলা এই সংঘর্ষে ২০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, এরপর গাজার তরফ থেকে কোনও হামলা হলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ব। তিনি বলেন, হামাস যদি এটা ভেবে থাকে যে আমরা ওদের রকেট হামলায় চুপ করে বসে থাকব, তাহলে ওঁরা ভুল ভাবছে। আরেকদিকে, ইজরায়েলের মানুষের সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে নেতানিয়াহুকে। তাঁদের দাবি, নেতানিয়াহু যুদ্ধবিরাম ঘোষণা করে ভুল করে ফেলেছেন।
এই সংক্রান্ত আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
এই আল-আকসা মসজিদ থেকেই সংঘর্ষের শুরু হয়। আর সেই সংঘর্ষ ১১ দিন পর্যন্ত চলে। ইজরায়েলের তরফ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করার পর হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায় নেমে উৎসব পালন করে। তাঁরা মিষ্টি পর্যন্ত বিতরণ করে। ধর্মীয় স্লোগান দিতে থাকে।
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- বিশ্ব দরবারে ভারতকে পৌঁছে দিতে মাস্টার প্ল্যান কেন্দ্রের !