Bangla News Dunia , দীনেশ দেব :- এক দিন আগেই আমেরিকার তরফ থেকে বলা হয় পাকিস্তানকে দেওয়া আর্থিক সাহায্য বর্তমান বাইডেন সরকার ও বন্ধ রাখছে। এতেই মাথা খারাপ হয়ে যায় পাকিস্তানের। কারণ ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে দেওয়া আমেরিকার তরফ থেকে সমস্ত আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছিলো। কিন্তু যখন আমেরিকার ভোটে জো বাইডেনের জিত হয় তখন সবচেয়ে খুশি হয়েছিল পাকিস্তান।
কারণ পাকিস্তান ভেবেছিলো যে জো বাইডেন সরকারে এসে পাকিস্তানকে দেওয়া আর্থিক সাহায্য আবার চালু করবে কিন্তু তা না করার মাথা খারাপ হয়ে যায় পাকিস্তানের। আর এরই ফল স্বরূপ পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন পাকিস্তান আমেরিকাকে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য নিজের দেশের জমি ব্যবহার করতে দেবে না। এছাড়া পাকিস্তানের উপর কোনো প্রকার ড্রোন হামলার অনুমতি ও দেবে না পাকিস্তান।
আরো পড়ুন :- ব্রহ্মস মিসাইল নিয়ে বিরাট সফলতা পেলো DRDO , ভারত চাইলে নোট ছাপতে পারবে !
মূলত , আমেরিকা আফগানিস্থান থেকে নিজের সকল সৈনিক সরিয়ে নিতে চলেছে। সেই অনুযায়ী অনেক সৈনিক সরিয়ে ও নিয়েছে আর বাকি সমস্ত সৈনিক সেপ্টম্বরের মধ্যে সরিয়ে নেবে। এমন অবস্থায় আফগানিস্থানের উপর নজর রাখতে পাকিস্তানের মধ্যে একটি সৈন্য ঘাঁটি স্থাপন করতে পারে আমেরিকা ও তালিবান জঙ্গিগোষ্ঠী যাতে আবার আফগানিস্থানে নিজের ক্ষমতা বৃদ্ধি করতে না পারে , তার জন্য তালিবানের উপর নজর রাখতে পাকিস্তানে নিজের সৈন্য ঘাঁটি স্থাপন করতে চাইতে পারে আমেরিকা।
এমন অবস্থার আগেই পাকিস্তান পরিষ্কার ভাবে জানিয়ে দিলো তারা আমেরিকাকে তাদের দেশের জমি ব্যাবহার করতে দেবে না। আমেরিকার তরফ থেকে পাকিস্তানের এই রূপ প্রতিক্রিয়ার কোনো উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এটা পরিষ্কার হয়ে গেলো যে পাকিস্তান আমেরিকার থেকে আরো দূরে সরে গেলো।
আরো পড়ুন :- মুসলিম বিশ্বকে এক করে ” আর্মি অফ ইসলাম ” গড়ার পথে তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ান
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- বিরাট সিদ্ধান্ত : ভারতীয় সেনায় থিয়েটার কম্যান্ড তৈরির পরিকল্পনা ভারতের