Bangla News, সমরেশ দাস : – এখনো পর্যন্ত করোনা ভাইরাস-এর সবথেকে বিধ্বংসী রূপ দেখা গিয়েছে সবথেকে বেশি আমেরিকাতে । আজ সকাল পর্যন্ত খবরে আমেরিকাতে মারে গিয়েছেন প্রায় ২১ হাজার মানুষ যা ইউরোপে সবকটি দেশের থেকে সবচেয়ে বেশি । সেখানে সংকর কিছুতেই যেন এটিকে নিজেদের আওতায় আনতে পারছেন না । তারা ইতিমধ্যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করেছিলেন যে যদি ভারত তাদের ক্লোরোকুইনাইন ওষুধ না দেয় তাহলে তারা ব্যবস্থা নেবে , পরে যদিও ভারত তা পাঠাবার পর তারা আবার ভারতের নাম গুণগান গেয়েছেন ।
ভারতের এই সাহায্য নিয়ে একটি ভিডিও বানিয়েছেন আমেরিকাতে বসবাসকারী এক ভারতীয় মহিলা , সঙ্গে তিনি আমেরিকাতে বেড়েচলা ভাইরাস এর প্রভাব ও তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বিতর্কিত মন্তব্যে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শ্রাবন নাম আর এক এনআরআই ।
[ আরো পড়ুন :- ইমরান খান কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জে গেলেন ]
শ্রাবন এর মতে ওই মহিলা যিনি নাকি ভারতের তেলেঙ্গানাতে থাকেন , উনি যা বলেছেন তা হলো মার্কিন সরকারের সমালোচনা করে ভারতের এই মহামারীতে লড়াই প্রসংশনীয় । এটি নাকি একটি দেশ বিরোধী কাজ , তাই নিউ জার্সিতে থাকা এই শ্রাবন নামের ব্যাক্তি স্বাতী দেভিনেনির বিরুদ্ধে মামলা করেন ।
[ আরো পড়ুন :- বিনামূল্যে সবজি এটিএম – এ ]
স্বাতী দেভিনেনি এক বছর আগেই আমেরিকাতে এসেছেন , তার স্বামী একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন , আর এটা জানা গেছে যে মহিলা নিজে এর আগে তেলেগু মিডিয়াতে কাজ করতেন ।