Bangla News Dunia , Pallab : আমেরিকায় ট্রাম্প ২.০। মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয় ইনিংস শুরু করছেন ডোনাল্ড ট্রাম্প। আর প্রেসিডেন্ট নির্বাচিত হতেই একাধিক রেকর্ড তৈরি করলেন ট্রাম্প। কী সেই রেকর্ড? দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা। মার্কিন ইতিহাসে ১৩২ বছরে প্রথম কোনও নেতা একটানা নয়, মেয়াদের ব্যবধানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কেউ।
আরও পড়ুন : আমেরিকার সুইং স্টেটে ট্রাম্প ঝড় ! দেখুন দুই পক্ষের ফলাফল
২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান। তবে এবারের নির্বাচনে এক চুল জমি ছাড়তে নারাজ ছিলেন ট্রাম্প। বয়সের ভার, কটাক্ষ-সমালোচনার মুখে পড়ে জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে গেলেও, ডোনাল্ড ট্রাম্প মাটি আঁকড়ে পড়েছিলেন।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দেখা গেল, ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয়ী হলেন ডোনাল্ড ট্রাম্প। #Short News
আরো পড়ুন : কলকাতার গঙ্গায় স্নানও কি দিল্লির যমুনার মতোই বিপজ্জনক?