Bangla News Dunia, দীনেশ :- আমেরিকার অর্থ মন্ত্রকের সিস্টেমে হানা চিনা হ্যাকারদের, সোমবার দেশটির কর্মকর্তারা এমনই দাবি করেছেন। তবে ঘটনাটি ঘটেছে ডিসেম্বরের শুরুর দিকে। কোন তথ্য চিনা হ্যাকাররা হাতিয়ে নিয়েছে, সাইবার হানায় কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখতে এফবিআই ও অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা করছে মন্ত্রক। এখন পর্যন্ত পাওয়া প্রমাণের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা বলছেন, ‘চিনের রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকাররা এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে হচ্ছে।’ যদিও ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চিনা দূতাবাসের এক মুখপাত্র বলছেন, ‘এটা ভিত্তিহীন অভিযোগ।’
কীভাবে হ্যাকারেরা আমেরিকার মন্ত্রকের সিস্টেমে ঢুকে পড়ল, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, সাইবার নিরাপত্তা পরিষেবা দেওয়া সংস্থার মাধ্যমে হ্যাকাররা অর্থ মন্ত্রকের কর্মীদের কম্পিউটার হ্যাক করেন। আমেরিকার তরফে এই হামলাকে ‘বড় ঘটনা’ বলে উল্লেখ করা হয়েছে। অর্থ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সিস্টেমে হামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’ গত ৮ ডিসেম্বর সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থা ‘বিয়ন্ডট্রাস্ট’ আমেরিকার অর্থ মন্ত্রককে সাইবার হানার বিষয়ে সচেতন করেছিল।
আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না