আমেরিকার কুর্সিতে জো বাইডেন ! হার মানতে নারাজ ট্রাম্প

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আমেরিকার কুর্সিতে জো বাইডেন ! আমেরিকার রাষ্ট্রপতি পদের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন বিপুল ভোট পেয়ে জয় হাসিল করেছেন। তার সাথে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বিডেন পেয়েছে ২৭৩ টি ইলেক্টোরাল ভোট অন্যদিকে ট্রাম্প ২১৪টি। কিন্তু অন্য দিকে পরাজিত বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নির্বাচন প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ তুলে নিজের জয়ের দাবি করেছেন। তাই নিয়ে শোরগোল শুরু হয়েছে গোটা বিশ্বে।

ট্রাম্প বিরোধিতায় ফুঁসছে আমেরিকা

ডোনাল্ড ট্রাম্প ট্যুইট করে বলেন, পর্যবেক্ষকদের কাউন্টিং রুমে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। আমি ৭ কোটি ১০ লক্ষ মানুষের পপুলার ভোট পেয়েছি। সবথেকে খারাপ বিষয় হল পর্যবেক্ষকদের কাউন্টিং রুমে ঢোকার অনুমতি না দেওয়া। বিপুল সংখ্যক মেইল ইন ব্যালেট জনগণের কাছে বিতরণ করা হয়েছে। কিন্তু তাঁরা এটা কোন দিনও চায়নি। কিন্তু এদিকে দেখা যাচ্ছে ট্যুইটার নিজের বয়ানে বলেছে, নির্বাচনী জালিয়াতি নিয়ে ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

আরো পড়ুন :- হোয়াইট হাউসের পথে এগিয়ে বিডেন ! নিজেকে জয়ী ঘোষণা ট্রাম্পের

 

lady comfy 2

কিন্তু এই বিষয়ে রিপাবলিকান পার্টি অভিযোগ করেছিল , প্রচুর পরিমাণে মেইল ইন ব্যালেটস নির্ধারিত সময় ৮ টার পর এসেছে। ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী। রিপাবলিকান দল জানিয়েছে নিয়ম অনুযায়ী, ভোটের গণনার সময় সমাপ্ত হয়ে গিয়েছিল। তাই সেই ব্যালটস সেগুলোর গণনা করা অবৈধ। কিন্তু এদিকে নির্বাচনে বিজয়ী ডেমোক্রাট প্রাথী জো বিডেন আমেরিকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকল আমেরিকা বাসীর রাষ্ট্রপতি হবেন। তার প্রথম লক্ষ জনগণের জন্য কাজ করা।

Highlights

1. আমেরিকার কুর্সিতে জো বাইডেন !

2. বিজয়ী ডেমোক্রাট প্রাথী জো বিডেন আমেরিকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

#BIDEN #HARRIS

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন