Bangla News Dunia , Pallab : অবশেষে শেষ হাসি হাসলেন ট্রাম্পই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আবারও হোয়াইট হাউসে বসতে চলেছেন তিনি। এর মধ্যেই তিনি জয়ের বক্তৃতা দিলেন। তিনি বললেন, “আমেরিকার স্বর্ণযুগের সূচনা হতে চলেছে। অনুপ্রবেশ নিয়েও সুর চড়ালেন তিনি।“এবার যেকোনও ভাবে আমেরিকায় অনুপ্রবেশ বন্ধ হবেই”।
নির্বাচনের ফল সম্পূর্ণ প্রকাশ না হলেও, একের পর এক সুইং স্টেটে উঠেছে ট্রাম্প ঝড়। স্পষ্ট, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন ট্রাম্পই। মাত্র ৪টি ইলেকটোরাল ভোট দরকার ট্রাম্পের জয়ী হওয়ার জন্য।
আরো পড়ুন : কলকাতার গঙ্গায় স্নানও কি দিল্লির যমুনার মতোই বিপজ্জনক?
কোন কোন সুইং স্টেটে এগিয়ে ট্রাম্প ?
অ্যারিজ়োনা: আপাতত সম্পূর্ণ ফল আসেনি
জর্জিয়া: ট্রাম্প (৫২.১৯%), হ্যারিস (৪৬.৯৩%)
নর্থ ক্যারোলাইনা: ট্রাম্প (৫২.০১%), হ্যারিস (৪৬.৯৩%)
নেভাদা: আপাতত সম্পূর্ণ ফল আসেনি
পেনসিলভ্যানিয়া: হ্যারিস (৪৮.৭৪%), ট্রাম্প (৫০.৩৫%)
মিশিগান: ট্রাম্প (৪৬.৭৯%), হ্যারিস (৫১.৪২%)
উইসকনসিন: ট্রাম্প (৪৯.২৩%), হ্যারিস (৪৯.২৩%)
#Short News