Bangla News Dunia , অজয় দাস :– প্রিয় পাঠক আমরা ভারতীয় হিসাবে ইজরায়েলের যতই তারিফ করি না কেন তা কমই হবে। তার কারণ যত বারই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে ততবারই ইজরায়েল বিনা শর্তে ভারতকে সামরিক সাহায্য করেছে। আজ থেকে মাত্র 5-7 বছর আগে পর্যন্ত আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল। আপনাকে জানিয়ে রাখি, কারগিল লড়াইয়ের সময়ও আমেরিকা পাকিস্তানের হয়েই ভারতের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু সেই সময়ও আমেরিকার মিত্র দেশ হওয়া সত্ত্বেও ইজরায়েল ভারতকে সাহায্য করেছে। ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। )
আর আরো একবার ইজরায়েল ভারতকে বিরাট বড় সাহায্য করতে চলেছে। ইজরায়েল আজ থেকে দেড় বছর আগেই ভারতকে জানিয়ে দিয়েছে চীনের বিরুদ্ধে লড়াই করতে ভারত ইজরাইল থেকে যেই রকমের সামরিক সাহায্য চাইবে তার সমগ্র সাহায্য ইজরায়েল ভারতকে করবে। অর্থাৎ আগে শুধু পাকিস্তানের সাথে যুদ্ধের সময় সব রকম সামরিক সাহায্য করতো ইজরায়েল। এখন পাকিস্তানের সাথে সাথে চীনের নাম যুক্ত হয়ে গেছে। এই দুই দেশের সাথে যুদ্ধে সামরিক ভাবে ভারতকে সাহায্য করতে প্রস্তুত ইজরায়েল।
আর এবার ইজরায়েল নিজের এক গুপ্ত হাতিয়ার ভারতকে দিল তাও আবার ব্যবহার করতে। ভারত সেই হাতিয়ার ক্রয় করেনি। ইজরায়েল নিজের এই হাতিয়ার কোন দেশকে দেখতে দেয় না কিন্তু ভারতকে ব্যবহার করতে দিয়েছে। আর ভারত এই হাতিয়ার ইতিমধ্যেই ভারতের পশ্চিম সীমান্তে চীনের উপর নজর রাখতে স্থাপন করেছে। এই হাতিয়ারের ক্ষমতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এমনকি এই হাতিয়ার চীনের সাথে যুদ্ধে ভারতকে যে কতটা অ্যাডভান্টেজ দেবে তা আপনি এই হাতিয়ার এর সম্বন্ধে জানলে বুঝতে পারবেন।
আরো পড়ুন :- চিনের সাথে যুদ্ধে ভারতের অস্ত্র হতে চলেছে অ্যান্টি-রেডিয়েশন রুদ্রম-২ মিসাইল
তবে প্রিয় পাঠক এই হাতিয়ার এর সম্বন্ধে আপনাদের জানানোর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।
প্রিয় পাঠক আমরা ইজরায়েলের যেই অস্ত্রের কথা আপনাদের জানাতে চলেছি সেই অস্ত্রের নাম ELM 2090 Terra duel band radar . আর এই হাতিয়ারের গুণ হচ্ছে এই হাতিয়ার গ্যালিয়াম নাইট্রাইট টেকনোলজির উপর তৈরি। আর এই টেকনোলজি খুবই অ্যাডভান্স যার ফলে ভারত শত্রু দেশের মিসাইল , ফাইটার জেটের টার্গেট জানতে পারবে অর্থাৎ চীনের থেকে ছাড়া ফাইটার জেট থেকে মিসাইল ও এছাড়া অন্যান্য মিসাইলের টার্গেট কোথায় অথাৎ ভারতের কোন স্থানে তা ভারত আগে থেকেই জানতে পারবে। যার ফলে সেই মিসাইল দেশের কোথা দিয়ে যাচ্ছে এমনকি ওই মিসাইল ভারতের কোথায় পড়বে , তা আগে থেকেই জানতে পারবে ভারতের সেনা।
আরো পড়ুন :- S-400 এর থেকেও খতরনাক যুদ্ধাস্ত্র ভারতকে অফার করলে ইজরায়েল।
আর এর ফলে ভারতের যেই এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেম আরো সঠিকভাবে কাজ করতে পারবে। কারণ শত্রু দেশের কোন মিসাইল যদি ভারতের কোন ফাঁকা এলাকায় অর্থাৎ জঙ্গলে বা নদীতে এসে পড়ে তাহলে সেই মিসাইলকে ধ্বংস করার কোনো প্রয়োজন নেই। তাতে ভারতের মিসাইলের উপর খরচ কম হবে। আর এই সিস্টেমের মাধ্যমে ভারত চীনের স্টেলথ ফাইটার জেট কেও ডিটেক্ট করতে পারবে অর্থাৎ তাকেও ধরতে পারবে। যার ফলে চীন যদি তার স্টেলথ ফাইটের জেট দিয়ে ভারতের উপর হামলা করতে আসে সেই ফাইটার জেট কেও ডিটেক্ট করতে পারবে এই সিস্টেম।
এছাড়াও ইজরায়েলের এই হাতিয়ারের দ্বারা ভারত চীনের যে ডিফেন্স স্যাটেলাইট রয়েছে সেই ডিফেন্স স্যাটেলাইটকেও ডিটেক্ট করতে সক্ষম, যার ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারত নিজের এন্টি স্যাটেলাইট মিসাইল দ্বারা চীনের ডিফেন্স স্যাটেলাইটকে ধ্বংস করতে পারবে।
আরো পড়ুন :- সবচেয়ে বড় সুখবর এলো ভারতের AMCA ফাইটার জেট নিয়ে
শুধু তাই নয় এই সিস্টেমের রেঞ্জ 500 কিলোমিটার আর এই সিস্টেম খুবই কম্প্যাক্ট । আর এই সিস্টেমের প্রধান দুটো পার্ট রয়েছে। যার ফলে এই সিস্টেমকে দেশের যেকোনো জায়গায় খুবই সহজে নিয়ে যাওয়া সম্ভব এবং স্থাপন করা সম্ভব। অর্থাৎ পশ্চিমের যে পাহাড়ি এলাকা ও কাশ্মীরের যে পাহাড়ি এলাকা সেখানে এই সিস্টেমকে লাগানো খুবই সহজ। যার ফলে বিশেষজ্ঞদের মত এই ELM 2090 Terra সিস্টেম যেকোনো সেনার জন্য একদম পারফেক্ট সিস্টেম। এমনকি যে কোন দেশকে যুদ্ধ পরিস্থিতি আলাদাই অ্যাডভান্টেজ দিতে পারে এই সিস্টেম।
আরো পড়ুন :- বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার অস্ত্র তৈরি করছে আমেরিকা, চীনের ক্ষেপণাস্ত্র ধ্বংস হবে
প্রিয় পাঠ ইজরায়েলের থেকে ভারতকে ব্যবহারের জন্য দেওয়া এই ELM 2090 Terra সিস্টেম নিয়ে আপনার কি মতামত ? ভারতের কি ইজরায়েলের থেকে এই ELM 2090 Terra সিস্টেম ক্রয় করা উচিত কিনা ? আপনার মতামত নিচে কমেন্ট করুন।