আরো একবার ভারতকে সাহায্যের নামে ধোঁকা দিলো চীন !

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অমিত রায় :- চীন বরাবরই ধোঁকা দিতে মাহির। ঠিক এবার ও ভারতের সাথে তাই করলো। মূলত সারা দুনিয়াকে করোনা ভাইরাস দেওয়া চীন অনেক আগেই সামান্য পরিস্থিতিতে পৌঁছে গেছে। যখন সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করেছিল তখন চীন সারা বিশ্বে তাদের তৈরী বিভিন্ন মেডিক্যাল উপকরণ সারা বিশ্বে বিক্রি করতে ব্যাস্ত রয়েছে।

এমনকি চীন ২০২০ সালে  ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এত বাজে মেডিকেল উপকরণ পাঠিয়েছিল যে সেই সকল দেশ ওই উপকরণ চীনকে ফেরত পাঠিয়ে দেয়। এখনো ভারত সহ সারা বিশ্ব করোনা মহামারীর সাথে লড়াই করছে। এই পরিস্থিতিতে চীন সারা বিশ্বে ব্যবসা করতে ব্যাস্ত রয়েছে।

আরো পড়ুন :- পাকিস্তান মিডিয়ার দাবি ১০-১২ মিনিটের মধ্যে পাকিস্তান ইসরায়েলকে ধ্বংস করতে পারে !

ভারতের করোনা পরিস্থিতি দেখে চীন ভারতকে সাহায্যের কথা বলে। কিন্তু সেই বয়ানে চীন বলে না যে তারা ভারতকে কি ভাবে সাহায্য করবে। পরে চীনের রাষ্ট্রপতি জিংপিং প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখে সাহায্যের কথা বলেন। কিন্তু ভারত চীনের থেকে এখন পর্যন্ত কোনো সাহায্য নেয়নি।

এখন যখন ভারতে করোনা মহামারীর আকার ধারণ করেছে তখন ভারতীয় ব্যাবসায়ীরা দেশের জন্য অক্সিজেন কন্সেনট্রেটরস অর্ডার করে চীনের থেকে। এপ্রিলে চীনের থেকে একটি অক্সিজেন কন্সেনট্রেটরস কিনলে দাম পড়তো ৩৪০ US ডলার এখন তা কিনতে হচ্ছে ৪৬০ US ডলার দিয়ে। অথাৎ এই অক্সিজেন কন্সেনট্রেটরস এর দাম কয়েক গুন বাড়িয়ে দিয়েছে চীন।

এছাড়া ভারতীয় ব্যাবসায়ীদের দাবি বর্তমানে যেই সকল অক্সিজেন কন্সেনট্রেটরস ভারতে পাঠাচ্ছে চীন তার গুনগত মান খুবই কম। বিভিন্ন দরকারি উপকরণ সরিয়ে সেখানে খুবই বাজে উপকরণ লাগানো হয়েছে। এতে ভারতে বিপুল ক্ষতি হতে পারে। কারণ এই সকল অক্সিজেন কন্সেনট্রেটরস যখন তখন বন্ধ বা খারাপ হয়ে যেতে পারে। চীনের এই কাজের ফলে আরো একবার প্রমান হলোযে চীনকে বিশ্বাস করতে নেই। যেই চীনকে বিশ্বাস করবে সেই দেশ ধ্বংসের মুখে পতিত হবে।

আরো পড়ুন :- সরকার গড়েই বিদ্যুৎ এর উপর ভর্তুকি বন্ধ করতে চায় রাজ্য। চিন্তায় গ্রাহকরা

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- মাত্র কয়েক বছরে চীনের সিনজিয়াং প্রদেশে ১৭০ টির বেশি মসজিদ ধ্বংস করেছে চীন

Bangla news dunia Desk

মন্তব্য করুন