Bangla News Dunia, দীনেশ :-শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের আমলে সাংসদ সদস্য পদে থাকা একাধিক ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করল বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার। ৭৭৮টি লাইসেন্স বাতিল করা হয়েছে। এমনটাই খবর বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে। এর মধ্যে অধিকাংশই দেশের প্রাক্তন সাংসদ সদস্যদের। ওই আগ্নেয়াস্ত্রগুলি জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সময়ের মধ্যে অস্ত্র জমা না দেওয়ার অভিযোগে লাইসেন্স বাতিল করা হয়েছে। লাইসেন্স বাতিল হওয়ার পর ওই ৭৭৮টি আগ্নেয়াস্ত্র ‘অবৈধ’ হয়ে গিয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এসব অস্ত্র উদ্ধারে সব জেলা পুলিশ সুপারকে (এসপি) চিঠি দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে। এসব অস্ত্রের বেশির ভাগ ঢাকা (Dhaka), চট্টগ্রাম ও পাবনা জেলার।
আরো পড়ুন :- লক্ষ্মীর ভান্ডার সহ মিলবে আরও সুবিধা, ২০২৬ এর আগেই বিরাট প্ল্যান মুখ্যমন্ত্রীর
অভিযোগ, হাসিনার সরকার ক্ষমতাসীন থাকাকালীন বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন সেখানকার রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ কর্তারা। ভয় দেখানোর জন্য তা ব্যবহার করা হত বলে অভিযোগ। বাংলাদেশের আইন অনুযায়ী, কেবল আত্মরক্ষার্থেই অস্ত্র ব্যবহার করা যায়। আওয়ামি লিগ সরকারের পতনের পর ওই অস্ত্রধারীদের বিরুদ্ধে মামলা হয়। তাঁদের অস্ত্র ফেরত দিতে বলা হয়।
আরো পড়ুন :- মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন, দিলেন বড় আশ্বাস
এদিকে, চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das) ব্রহ্মচারীর গ্রেপ্তারির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ চলাকালীন আইনজীবীর মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতের নাম রিপন দাস। অভিযোগ, ঘটনাস্থলের ভিডিও ফুটেজে রিপনকে বঁটি হাতে দেখা গিয়েছিল। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় তল্লাশি অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে আইনজীবী হত্যাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০।
আরো পড়ুন :- লক্ষ্মীর ভান্ডার সহ মিলবে আরও সুবিধা, ২০২৬ এর আগেই বিরাট প্ল্যান মুখ্যমন্ত্রীর