আর ১৮ নয়, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ৯ বছর ! মৌলবাদী দেশে নয়া আইন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

burka muslim women

Bangla News Dunia , Pallab : আর ১৮ নয়, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স হোক ৯ বছর , চায় ইরাক সরকার। শুধু তাই নয়, থাকবে না মহিলাদের বিবাহ বিবিচ্ছেদের অধিকার। সন্তানদের উপরে অধিকার বা সম্পত্তিতে উত্তরাধিকারও দাবি করতে পারবে না মহিলারা। আইন আনতে চলেছে ইরাক। প্রস্তাবনা পাশ করার যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলেছে।

আরো পড়ুন :- স্টেশনে ট্রেন ঢোকার আগে দিতে হয় ঘুষ! ভারতেই চলে এই আজব নিয়ম, ভাইরাল ভিডিও

শিয়া সমর্থিত কট্টরপন্থী সরকার দ্রুত আইন আনতে চায়। ইতিমধ্যেই গত ১৬ সেপ্টেম্বর খসড়া আইনের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। সরকারের দাবি, তারা নারীদের অল্প বয়স থেকেই অনৈতিক বা অবৈধ সম্পর্কে জড়ানো থেকে আটকাতে চায়। সেই উদ্দেশেই এই আইন।

ইরাকে ছেলে ও মেয়েদের বিয়ের বৈধ বয়স ছিল ১৮। তবে দুই পক্ষের সম্মতি থাকলে ১৫ বছর বয়সেও বিয়ে করা যেত। নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, মেয়েদের বিয়ের বৈধ বয়স কমিয়ে ৯ বছর করা হবে। ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স হবে ১৫। বিবাহের সম্পর্ক ছেদ করার অধিকার থাকবে না মহিলাদের। গার্হস্থ্য কলহেও স্বামীর মতামতই মানতে হবে স্ত্রীকে। #Short News

আরো পড়ুন :- পশ্চিমবঙ্গে ফের প্রাইমারী টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন