BBangla News Dunia, শারদীয়া রায় :- ইংল্যান্ডের আকাশে হটাৎ উদয় হওয়া আগুনের ফুলকি নিয়ে গবেষক থেকে শুরু করে বিশেষজ্ঞ মহলে সাড়া পড়ে গেছে। রানীর দেশে করোনার পরে এটাই এখন সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ।
কেম্ব্রিজশায়ারের মানুষের মধ্যেও এই নিয়ে কৌতূহলের অন্ত নেই। সংবাদপত্র ডেইলী মেলের খবর অনুযায়ী বস্তুটি প্রথম লক্ষ করেছিলেন গেরি আন্ডারউড নামের এক ব্যক্তি। তার মতে একটি লালচে আভা ঘুরছিলো আকাশে। তবে তারা খসার সাথে এটির কোনো সাদৃশ্য নেই বলে তার অভিমত। তবে বেশ কিছুক্ষন আকাশে ভেসে থাকার পরে সেটি অদৃশ্য হয়ে যায় । অলীক বস্তুটির পেছন দিকে ধোয়ার একটি লেজও রয়েছে। গেরির অভিমত উল্কাও খুব তাড়াতাড়ি বিলীন হয়ে যায় আকাশে। কিন্তু এই অলীক বস্তুটি বেশ কিছুক্ষন আকাশে ভেসে থাকার পরে অদৃশ্য হয়ে যায় যা সবার কাছেই বেশ বিস্ময়কর। তবে ছবি থেকে অনুমান করা হচ্ছে যে বস্তুটি আকারে বড়।
আরো পড়ুন :- শিল্পপতিরা মনে করছেন কাজের ধরণের পরিবর্তন হবে
সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ইউকে তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে ন্যাশনাল স্পেস একাডেমীর তত্ত্ব অনুসারে এটি কোনো উচ্চ উচ্চতার জেট প্লেনের নিচের দিকের অংশ। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে যে কমলা রঙের শিখা দেখা যাচ্ছে তা সূর্য রশ্মির প্রতিফলন হতে পারে। পাশাপাশি তাদের আরো বক্তব্য যে সূর্যাস্তের সময়েই দেখা মিলতে পারে এই অদ্ভুত বস্তুটির।