Bangla News Dunia , দীনেশ দেব :- তুর্কি বর্তমানে বিশ্বের এমন এক দেশ তারা নিজেরাই জানেনা যে তারা কি করবে। তারা কার সাপোর্ট করবে অথাৎ কার সাথে মিত্রতা করবে আর কারসাথে শত্রুতা করবে। চীনের থেকে সাহায্য নেবার পরেও চীনের উইঘুর মুসলিমদের নিয়ে চীনকে চোখ দেখায় তুর্কি। ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও রাশিয়ার সাথে ঘনিষ্টতা বাড়িয়েছে তুর্কি। এছাড়া আমেরিকার প্রতিবন্ধকতা সত্ত্বেও রাশিয়া থেকে S-400 কিনেছে তুর্কি।
পাকিস্তানের সঙ্গ দিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট করে ভারতকে শত্রু বানিয়েছে তুর্কি। মুসলিম দেশের খলিফা হওয়ার ইচ্ছাতে সৌদির সাথে সবচেয়ে সম্পর্ক খারাপ করেছে তুর্কি। এমনকি বর্তমানে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক হওয়া সত্ত্বেও। রাশিয়ার শত্রু দেশ ইউক্রেনকে বিভিন্ন হাতিয়ার দিয়ে সাহায্য করছে তুর্কি।
আরো পড়ুন :- বড় জয় ভারতের , আরো একবার ইউরোপের থেকে ধাক্কা খেলো চীন !
এর ফলে তুর্কিকে সাবধান করেছে রাশিয়া। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে , তুর্কি যদি ইউক্রেনকে হাতিয়ার দেওয়া বন্ধ নাকরে তবে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ হলে , সেই যুদ্ধ তুর্কির সাথে ও বলে মনে করবে রাশিয়া। অথাৎ রাশিয়া তখন তুর্কিকেও আক্রমণ করবে। মূলত তুর্কির রাশিয়া বিরোধী গতিবিধির মূল কারণ হলো অটোমান সাম্রাজ্য।
এক সময় তুর্কির অটোমান সাম্রাজ্য খুবই বিরাট ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে যখন তুর্কি জার্মানির তরফ থেকে যুদ্ধ করে রাশিয়াকে আক্রমণ করে তখন রাশিয়া তুর্কির অটোমান সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দেয়। তখন ১৯২৪ সালে শুধুই বেঁচে থাকে তুর্কি। তার পর থেকে তুর্কির অটোমান সাম্রাজ্য আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। এই কারণেই তুর্কি রাশিয়া বিরোধী কাজ করে থাকে।
আরো পড়ুন :- বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে , ২ হাজার মহিলা আইনজীবী চিঠি দিলেন প্রধান বিচারপতিকে
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ব্রহ্মস মিসাইল নিয়ে বিরাট সফলতা পেলো DRDO , ভারত চাইলে নোট ছাপতে পারবে !