Bangla News Dunia , Pallab : কয়েকদিন আগেই বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব হয়েছিলেন ফারহাদ মজহার। মুহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে সেই কথার পুনরাবৃত্তি করলেন তিনি। চিন্ময়কৃষ্ণকে তাঁর রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি বলেও জানিয়েছেন তিনি।
আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত
বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন ধর্মের প্রতিনিধি এবং নেতাদের সঙ্গে ঢাকায় একটি বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেখানে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে তার প্রেক্ষিতেই ওই বৈঠক করেন ইউনূস। সেখানেই ইউনূসের সামনে চিন্ময়কৃষ্ণর মুক্তির দাবি করেন বাংলাদেশের বিশিষ্ট কবি, গবেষক এবং কলামিস্ট ফরহাদ মজহার। তিনি জানান, চিন্ময়কৃষ্ণকে তাঁর রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি।
প্রসঙ্গত, জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগের রাষ্ট্রদ্রোহিতার মামলায় গত ২৫ নভেম্বর গ্রেপ্তার করা হয় চিন্ময়কৃষ্ণকে। তাঁর জামিন দেয়নি চট্টগ্রাম আদালত। গত ২ তারিখে জামিনের শুনানি থাকলেও সেদিন তাঁর কোনও আইনজীবীকে আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এ নিয়ে ইসকনের মতোই অনেক সংগঠন ইউনূস সরকারের কড়া সমালোচনা করেছে। এই নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে ইউনূস। এ বার তাঁর সামনেই চিন্ময়ের মুক্তি দাবি করলেন ফারহাদ। #Short News
আরো পড়ুন:- ব্রেন তীক্ষ্ণ রাখতে চান? এই ব্যায়ামগুলিতে স্মৃতিশক্তি প্রখর থাকবে- বুদ্ধি বাড়বে মস্তিষ্কের