ইজরায়েলের বিরুদ্ধে একজোট মুসলিম দুনিয়া ! বৈঠক ডাকল আরব

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের আশঙ্কা বেড়ে চলেছে। সন্ত্রাসবাদী সংগঠন হামাস ইজরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য সীমান্তে বিপুল সংখক সেনা পাঠিয়েছে। আর এরই মধ্যে মুসলিম দেশগুলোর সংগঠন ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন” ১৬ই মে ৫৭ সদস্যের দেশের বিদেশ মন্ত্রীদের বৈঠক ডেকেছে। সৌদি আরবের অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে।

আরেকদিকে, ইজরায়েলের বিরুদ্ধে মিডিয়ার ব্যবহার করে বহু হামাসের জঙ্গিদের ফাঁসিয়ে নিকেশ করার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, প্যালেস্তাইনের সঙ্গে জারি যুদ্ধে ইজরায়েল লাগাতার জঙ্গি সংগঠন হামাসের উপর হামলা করে চলেছে। প্রসঙ্গত, ইজরায়েলি সেনা মিডিয়ার জন্য বয়ান জারি করে বলেছিল , ইজরায়েল আকাশ আর স্থলপথে প্যালেস্তাইনের উপর হামলা করছে। গুজব ছড়িয়ে যায় , ইজরায়েল গাজার উপর স্থলপথে হামলা করেছে।

এরপর ইজরায়েলি সেনা স্পষ্ট জানায় , গাজার সীমান্তের ভিতরে কোনও সেনা নেই তাঁদের। কিন্তু ততক্ষণে বড়বড় মিডিয়া প্রচার করছিলো, ইজরায়েল স্থলপথে আক্রমণ শুরু করেছে। আর সেই গুজব ছড়িয়ে পড়ার পর হামাসের জঙ্গিরা একটি সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে পড়ে। সেনা জানায় , ইজরায়েল ১৬০ টি যুদ্ধ বিমান দিয়ে ৪০ মিনিট ওই সুড়ঙ্গে বোমাবাজি করে। ৪০ মিনিটে হামাসের অনেক জঙ্গি মারা যেতে পারে।

আরো পড়ুন :- পাকিস্তান মিডিয়ার দাবি ১০-১২ মিনিটের মধ্যে পাকিস্তান ইসরায়েলকে ধ্বংস করতে পারে !

যদিও, ইজরায়েল সেনা এই খবরকে ‘ভ্রান্তি” বলে উড়িয়ে দেয়। তবে এই টানাপোড়েনের মাঝে মুসলিম বিশ্বের বৈঠক ডাকা খুবই তাৎপর্য পূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে ভারতের বন্ধু ইজরায়েল কোন ভাবেই দমবে না সেটা তারা বুঝিয়ে দিয়েছে।

#ISRAEL #ISLAMIC_ORG

বিশেষ দ্রষ্টব্য :- সকলের কাছে অনুরোধ , সবাই মাস্ক ব্যবহার করুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন