ইমরান খান কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জে গেলেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সঙ্গীতা দত্ত রায় –  গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মরিয়া ঠিক তখনই কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হলো পাকিস্থান। তাদের অভিযোগ ভারত জম্মু কাশ্মীরের ভূমিপুত্র আইনে বদল এনে সেখানকার জন ভিত্তিক গঠন পরিবর্তন করতে চাইছে। এই ইস্যুতে পাক বিদেশমন্ত্রী মাখদুম শাহ মাহমুদ কুরেশি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে একটি চিঠি পাঠিয়েছেন। রবিবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জোসে সিঙ্গারকে চিঠিতে কুরেশি অভিযোগ করেন।

[ আরো পড়ুন :- বিনামূল্যে সবজি এটিএম – এ ]

গত মাসের শেষের দিকে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের জন্য কেন্দ্র নতুন নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয় জম্মু কাশ্মীরের সব সরকারি চাকরি শুধু সেখানকার স্থায়ী বাসিন্দাদের জন্যই সংরক্ষিত। সেই সঙ্গে এটাও বলা হয় যে -যাঁরা ১৫ বছর বা তার বেশি সময় ধরে জম্মু কাশ্মীরে বাস করছেন তাদেরকে  সেখানকার ভূমিপুত্র বলেই গণ্য করা হবে। আর এতেই পাকিস্তানের আপত্তি। কুরেশির মতে  এই নির্দেশিকা ভয় ধরিয়ে দিয়েছে কাশ্মীরিদের মনে।

imran khan , pakistan cricket board

জম্মু কাশ্মীরে বহিরাগতদের ভিড় বাড়ার আশঙ্কা তৈরী হয়েছে যার ফলে সেখানে জন ভিত্তিক গঠনের পরিবর্তন হতে পারে। করোনা সংক্রমণে গোটা পাকিস্থান জর্জরিত। এ বিষয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক মঞ্চের সাহায্য চেয়ে জরুরি বার্তা দিয়েছেন। আর সেই সঙ্গেই কাশ্মীর নিয়ে চিঠি দেওয়া হল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে। ভারত কাশ্মীর নিয়ে কিছু না বললেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে সোচ্চার হয়েছে পাকিস্তান। তবে ভারত সব অভিযোগই অস্বীকার করেছে।

[ আরো পড়ুন :- টাকা নেই করোনা মোকাবিলার , ঋণ মুকুবের দাবি পাকিস্তানের ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন