Bangla News Dunia , অমিত রায় :- বিগত কয়েক দিন ধরেই ইসরায়েল ও প্যালেস্টাইনের আতঙ্কবাদী সংগঠন হামাসের মধ্যে লড়াই চলছে আর এই লড়াই থামার নামই নিচ্ছে না। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ চাইছে যে এই লড়াই যাতে শান্ত হয়ে যায়। সেই অনুযায়ী UNSC -র বৈঠক ও আয়োজন করা হয়। কিন্তু আমেরিকার জন্য ওই বৈঠক করা সম্বভ হয়নি। আমেরিকার তরফ থেকে ওই বৈঠকের উপর ভিটো লাগানো হয়।
এর পরেই আমেরিকা সৌদিতে তাদের সেনা ছাউনিতে তাদের সবচেয়ে অ্যাডভান্স লড়াকু উড়োজাহাজ F – 18 ডিপ্লয় ( মজুত ) করে। ফলে এই যুদ্ধের আশঙ্কা আরো বেড়ে যায়। এর পরেই সৌদি আরবের তরফ থেকে আগামীকাল অথাৎ ১৬ মে অর্গানাইজেশন অফ ইসলামিক কো – অপরেশন ( OIC ) এর বৈঠক ডাকা হয়।
আরো পড়ুন :- পাকিস্তান মিডিয়ার দাবি ১০-১২ মিনিটের মধ্যে পাকিস্তান ইসরায়েলকে ধ্বংস করতে পারে !
এরই মধ্যে তুর্কির রাষ্ট্রপতি এক অনলাইন ব্রিফিংয়ে বলেন গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হানায় তিনি খুবই ক্ষুদ্ধ। এছাড়া তিনি UNSC – র মাধ্যমে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেবার জন্য বিশ্বের সকল শক্তিধর দেশকে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন , প্যালেস্টাইন বাসীর সন্মান রক্ষাথে ও ইসরায়েলের আগ্রাসন নীতির বিরুদ্ধে তিনি প্যালেস্টাইনের পাশে দাঁড়াবেন। তিনি আরো বলেন যারা আজ চুপ করে ইসরায়েলের এই আগ্রাসন নীতিকে দেখছে তারা একদিন এর শিকার হবেন। তিনি বলেন তুর্কি ইসরায়েলকে ছেড়ে কথা বলবে না। এমনকি তুর্কি চুপ করেও থাকবে না।
জাতিসংঘের নিরাপত্তা কউন্সিলের ( UNSC ) কর্তব্য জেরুজালেমে শান্তি ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা। তিনি বলেন যদি UNSC ও গোটা পৃথিবী ইসরায়েলের নিপীড়নকে এড়িয়ে যায় তবুও তুর্কি চুপ করে থাকবে না।
আরো পড়ুন :- চীন ও অস্ট্রেলিয়ার বিবাদ চরমে , আমেরিকাকে পরিষ্কার বার্তা অস্ট্রেলিয়ার
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- আরো একবার ভারতকে সাহায্যের নামে ধোঁকা দিলো চীন !