Bangla News Dunia , দীনেশ দেব :- যুদ্ধের পরিস্থিতি শুরু হয়েছে ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে। প্যালেস্টাইনের পক্ষ থেকে সেখানকার আতঙ্কবাদী সংস্থা হামাস একদিনেই প্রায় ১০০০ এর কাছাকাছি রকেট নিক্ষেপ করে ইসরায়েলের উপর । এই হামলায় ইসরায়েল নাগরিকদের পাশাপাশি ভারতের এক নার্স ও মারা যান।
এই হামলায় ইসরায়েলের প্রধান শহর ‘তেল আবিব’ এর বিপুল ক্ষয়ক্ষতি হয়। কিন্তু ইসরায়েলের আন্টি মিসাইল সিস্টেম প্যালেস্টাইন থেকে আশা রকেটের ৯৪ থেকে ৯৫ শতাংশ রকেটই আকাশে নষ্ট করে দেয়। ফলে ভয়ানক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় ইসরায়েল।
আরো পড়ুন :- মাত্র কয়েক বছরে চীনের সিনজিয়াং প্রদেশে ১৭০ টির বেশি মসজিদ ধ্বংস করেছে চীন
কিন্তু তার পরেই ইসরায়েলের তরফ থেকে প্যালেস্টাইনের উপর একের পর এক হামলা শুরু হয়। প্রথমে ইসরায়েলের বায়ু সেনা হামলা চালায়। কিন্তু এখন পর্যন্ত ইসরায়েলের স্থল সেনা হামলা করেনি। কিন্তু ইসরায়েলের স্থল সেনা তাদের ট্যাঙ্কার প্যালেস্টাইন বর্ডারের দিকে নিয়ে যাচ্ছে। ইসরায়েল এখন পর্যন্ত ৫ হাজার ইসরায়েলি সেনা প্যালেস্টাইন বর্ডারে রেখেছে। যে কোনো সময় প্যালেস্টাইনের উপর হামলা করতে পারে ইসরায়েল।
In the heart of Gaza. In the main market and where we buy all our clothes and dresses and accessories. All gone. Tens of families lost their source of living on a blink of an aye after Israeli warplanes targeted a 15 floors tower 😭😭💔💔💔
#GazaUnderAttack 🔥#IsraeliTerrorism pic.twitter.com/m6VQggZx6A— Mai 🍉🇵🇸 (@maigazan) May 12, 2021
এই দিনের হাওয়াই হামলায় ইসরায়েলি সেনা প্যালেস্টাইনের বিভিন্ন জনবসতি এলাকায় হামলা করে বিভিন্ন বড় বড় বিল্ডিং ধূলিসাৎ করে দেয়। এখন দেখার আরব এর বিভিন্ন দেশ ইসরায়েলের সামনে এসে দাঁড়ায় কিনা।
Tens of media offices and tens of small businesses just obliterated by Israeli war terror supported by American tax money.#GazaUnderAttack pic.twitter.com/aOOKxYPozi
— Palestine Info Center (@palinfoen) May 12, 2021