ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু কে ??

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- ইসরায়েল এমন এক দেশ যার কাছে এমন কোনো জিনিস নেই যে তার কাছে নেই। নিজেই নিজের সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম ইসরায়েল। যেই জমিতে গাছ জন্মায় না সেই জমিতে সবজি চাষ করে বিশ্বকে চমকে দিয়েছে ইসরায়েল। এমনকি সমুদ্রের নোনা জলকে খাবার সুস্বাদু জলে পরিণত ও করতে সক্ষম হয়েছে ইসরায়েল।

ইসরায়েল সামরিক শক্তিতে এতটাই শক্তিশালী যা তার প্রমান বহুবার সারা বিশ্ব পেয়েছে। এমনকি বর্তমান সময় ও তার প্রমান দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের শক্তির ফলই হলো তুর্কি , পাকিস্তান সহ আরবের সামরিক শক্তিধর দেশ ও ইসরায়েলের উপর হামলা করতে ভয় পাচ্ছে।

আরো পড়ুন :- OIC অন্তর্ভুক্ত ৫৭ মুসলিম দেশকে আয়না দেখালো আফগানিস্থানের রাষ্ট্রপতি আশরাফ গনি

যদি ইসরায়েল সামরিক শক্তিতে উন্নত না হতো তবে এতদিনে ইসরায়েলের উপর তুর্কি বা পাকিস্তান হামলা করে দিতো। তবে ইসরায়েল এত শক্তিশালী হলেও ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু কে ? কারণ ইসরায়েলের কাছে মুসাদ এর মতো গুপ্তচর বাহিনী রয়েছে। অ্যাডভান্স হাতিয়ারে মোরা সেনা রয়েছে। তবুও ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হলো ইরান।

property banner

ইসরায়েলের সরকার মনে করে ইরান ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু। এর প্রধান কারণ হলো ইসরায়েলের পাশে যেই সকল দেশ আছে যেমন – প্যালেস্টাইন , সিরিয়া , লেবানন এই সকল দেশ গুলিতে যেই সকল আতঙ্কবাদি সংগঠন রয়েছে তাদের আর্থিক ও সামরিক সাহায্য ইরান করে থাকে। এর ফলেই ইসরায়েল ইরানকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করে।

ইরান আরব দুনিয়ার এক মাত্র দেশ যেই দেশ শত বাধা বিপত্তির মধ্যেও আমেরিকার কাছে নত স্বীকার করেনি। আমেরিকা বিভিন্ন সময় ইরানের উপর আর্থিক প্রতিদ্বন্দ্বী লাগিয়েছে। কিন্তু ইরান তাতেও দমে থাকেনি। ইরান তার পরেও বিভিন্ন আতঙ্কবাদী সংগঠণ গুলিকে আর্থিক ও সামরিক সাহায্য দিয়ে গেছে। তাই ইসরায়েল ইরানকে তার প্রধান শত্রু মনে করে।

আরো পড়ুন :- সৌদি থেকে পাকিস্তানে ফিরতে না ফিরতেই , ইমরান খান ও চীনকে ঝটকা দিলো সৌদি

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- ইসরায়েল ও প্যালেস্টাইন যুদ্ধে লিপ্ত হলো আরো দুই প্রতিবেশী দেশ !

Bangla news dunia Desk

মন্তব্য করুন