Bangla News Dunia , দীনেশ দেব :- পাকিস্তানের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে সৌদি আরবের কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের যেতে হয়েছে সাহায্য চাইতে। সেখান থেকে ইমরান খান ৪৪০ মেট্রিকটন চাল নিয়ে এসেছে। যাতে করে দেশের নাগরিকরা না খেয়ে মারা না যায়। এছাড়া সৌদি পাকিস্তানের এই আর্থিক অবস্থা দেখে পাকিস্তানের স্বাস্থ্যে , স্বচ্ছ পানি ইত্যাদি পরিযোজনায় আর্থিক বিনিয়োগ করার কথা বলেছে।
এই রকম পরিস্থিতিতে পাকিস্তান প্যালেস্টাইন ও ইসরায়েলের সমস্যা নিয়ে ব্যাস্ত। পাকিস্তানের সরকার , মিডিয়া ও জনসাধারণ যখনই ভারতের সাথে কোনো ঝামেলা হয় তখন পরমাণু হামলার হুমকি দেয়। কিন্তু এখন পর্যন্ত কোনো দিন ও এই পরমাণু হামলা ভারতে করতে পারেনি পাকিস্তান।
আরো পড়ুন :- সৌদি থেকে পাকিস্তানে ফিরতে না ফিরতেই , ইমরান খান ও চীনকে ঝটকা দিলো সৌদি
এবার এই একই হুমকি ইসরায়েলকে দিচ্ছে পাকিস্তান। কিন্তু এবার পাকিস্তান সরকার এই হুমকি দিচ্ছে না সেখানকার জনসাধারণ এই হুমকি দিচ্ছে। পাকিস্তানের মিডিয়া ও পিছিয়ে নেই। একেই পাকিস্তানী মিডিয়া মিথ্যা প্রচারের জন্য বিশ্বের মধ্যে সবচেয়ে আগে। যেমন পাকিস্তানী মিডিয়া প্রচার করেছিল যে পাকিস্তান করোনার সাথে লড়াইয়ের জন্য ভারতকে সাহায্য করেছে।
এবার সেখানকার মিডিয়া বলছে পাকিস্তানের উচিত ইসরায়েলের উপর পরমাণু হামলা করা বা পরমাণু হামলার ভয় দেখানো। এরই সাথে পাকিস্তানের সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় পরমানুষ হামলা করার কথা বলছেন। কারো দাবি পাকিস্তান নিজের শক্তি দেখাক। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলুক পাকিস্তান। কারো দাবি পাকিস্তানি পারে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে।
কিন্তু এই পাকিস্তানী জন সাধারণ যাই বলুক না কেনো ইমরান খান তাতে কর্ণপাত করছে না। কারণ ইমরান খান জানে আগেই FATF – ধূসর লিস্টে রয়েছে পাকিস্তান। তার উপর কালো তালিকা ভুক্ত হওয়ার খারা ঝুলছে। একবার যদি কালো তালিকা ভুক্ত হয় পাকিস্তান তবে না খেয়ে মরতে হবে সেখানকার জন সাধারণকে। তাই ইসরায়েলকে কোনো প্রকার হুমকি দেবার কথা ভাবতেই পারছে না ইমরান খান। কারণ আমেরিকা ইসরায়েলের পাশে রয়েছে।
আরো পড়ুন :- OIC -র বৈঠকের পরে মুসলিম দেশ গুলির উপর নারাজ হয়ে ইসরায়েলকে হুমকি দিলো এরদোয়ান
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ভারতই পারে চীনকে আটকাতে দাবি আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক RAND এর