ইসরায়েল আরো একবার প্রমান করলো তারা ভারতের পরম মিত্র দেশ !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, অমিত রায় :- ভারতের করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করার পরে ভারতের বিদেশমন্ত্রী সারা বিষের কাছে সাহায্যের হাত বাড়ানোর কথা বলেন। সেই অনুযায়ী সবার প্রথমে ভারতের জন্য সাহায্য পাঠায় ভারতের মিত্র দেশ রাশিয়া। তার পরেই আসতে আসতে বিশ্বের প্রায় ছোট থেকে বড় ৪০ টির বেশি দেশ ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

যেই দেশের যেমন সামর্থ তেমনই সাহায্য করেছে তারা। এবার ভারতের মিত্র দেশ ইসরায়েল ভারতকে বিরাট সাহায্য করার কথা ঘোষণা করলো। মূলত তারা বিগত কয়েক দিন ধরেই নিজের দেশের বিভিন্ন সংস্থা ও গ্রুপ থেকে ভারতের জন্য সাহায্য জোগাড় করছিলো।

আরো পড়ুন :-  ভারতের জ্বলন্ত চিতার সাথে তুলনা করেই কি ধ্বংস হলো চীনা রকেট ?

এবার ইসরায়েলের বিদেশমন্ত্রী জানান যে আগামী ৭ দিন ধরে তারা লাগাতার ভারতকে আকাশ পথে সাহায্য পাঠাবে। অথাৎ তারা ভারতের জন্য এতটাই মেডিকেল উপকরণ জোগাড় করেছে যে তা পাঠাতে ৭ দিন সময় লাগবে। এমনকি ইসরায়েল , আমেরিকায় বসবাসকারী ইসরায়েলী সম্প্রদায়ের কাছেও ভারতের সাহায্যের জন্য সাহায্য চেয়েছে। তারাও ইসরায়েলের মাধ্যমে ভারতের সাহায্য করতে সম্মত হয়েছে।

এই দিন ইসরায়েলের বিদেশ মন্ত্রী জানান ইসরায়েল যখন করোনা মহামারীর সাথে লড়াই করছিলো তখন ভারত তাদের সর্বশক্তি দিয়ে ইসরায়েলের সাহায্য করেছে। ইসরায়েল ভারতের কাছে যখন যাই চেয়েছে ভারত দ্রুততার সাথে তা পাঠিয়েছে। তার জন্য আমরা ভারতের কাছে চির কৃতজ্ঞ। তিনি বলেন , এখন আমাদের মিত্র দেশ ভারত বিপদে রয়েছে তাই আমরাও আমাদের সর্বশক্তি দিয়ে ভারতের সাহায্য করবো। যাতে করে আমার ভারতীয় ভাই – বোনরা সুস্থ থাকতে পারে।

আরো পড়ুন :- Pfizer এর ভ্যাকসিন নিয়ে আসলো খুশির খবর

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- বেশির ভাগ ছেলেরা একা থাকতে চায় ! কিন্তু কেন ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন