Bangla News Dunia , অজয় দাস :- আমেরিকার ডিফেন্স সেক্রেটারি আগেই বলেছেন যে বর্তমান ইসরায়েল ও প্যালেস্তিন এর অবস্থা দেখে মনে হচ্ছে এই দুই দেশ সম্পূর্ণ যুদ্ধে যেতে পারে। আর এখন পর্যন্ত তাই দেখা যাচ্ছে। ইসরায়েল প্যালেস্তিনের উপর হামলা করলে ও প্যালেস্টাইনের আতঙ্কবাদী সংগঠন হামাস ইসরায়েলের উপর হামলা থামায়নি। ফলে মনে করা হচ্ছে যে দুই দেশের মধ্যে বিরাট যুদ্ধ হতে পারে।
এই সম্বাভনাকে একদম উড়িয়ে দেওয়া যায় না। কারণ পাকিস্তান ও তুর্কি যেই ভাবে আরব দেশ গুলিকে একসাথে করে ইসরায়েলের উপর হামলা করার পরিকল্পনা করছে তাতে এই সকল দেশ যদি যুদ্ধে অবতীর্ণ হয় তবে তা এক সম্পূর্ণ যুদ্ধের রূপ নিতে পারে।
আরো পড়ুন :- বাইডেন ইসরায়েলের হাত খুলে দিয়েছে , তার প্রমান পাওয়া গেলো UNSC বৈঠকে
এই পরিস্থিতির কথা ভেবে আমেরিকা সৌদি আরবে তার মিলিটারি ক্যাম্পে F-18 ফাইটার জেট মজুত করেছে। যাতে করে মিশর , তুর্কি , লেবানন , ইরান , পাকিস্তান ইসরায়েলের উপর হামলা করলে তা কাউন্টার করা যায়। এমনকি সৌদিকে ও এই ডিপ্লয়েডের মাধ্যমে আমেরিকা বোঝাতে চেয়েছে যে সৌদি যাতে এই যুদ্ধ থেকে দূরে থাকে।
তবে আশংকা করা হচ্ছে যে আমেরিকার এই ফাইটার জেট ডিপ্লয়েড ( মজুত ) এর ফলে রাশিয়া ও লেবাননে তাদের ফাইটার জেট মজুত করতে পারে। তবে ইসরায়েলের আমেরিকার দরকার পরে না। তবে আমেরিকা কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নয় তাই দ্রুত এই ফাইটার জেট মজুত করেছে।
এখন দেখার রাশিয়া এতদিন নিউট্রাল অবস্থায় ছিল সে এখন কি করে। রাশিয়া যদি এই যুদ্ধে জড়িয়ে পরে তবে এই যুদ্ধ তৃতীয় বিশ্ব যুদ্ধের রূপ নিতে পারে। একদিকে যেমন থাকবে ইসরায়েলের , আমেরিকা , ন্যাটো বাহিনী ও ইউরোপ অন্যদিকে রাশিয়া , চীন ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ।
আরো পড়ুন :- পাকিস্তান মিডিয়ার দাবি ১০-১২ মিনিটের মধ্যে পাকিস্তান ইসরায়েলকে ধ্বংস করতে পারে !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- সরকার গড়েই বিদ্যুৎ এর উপর ভর্তুকি বন্ধ করতে চায় রাজ্য। চিন্তায় গ্রাহকরা