Bangla News Dunia , Pallab : হাসিনা পরবর্তী বাংলাদেশে উত্তেজনা, উদ্বেগ, হিংসার অন্ত নেই। কেবল তার কারণ বদলে বদলে যাচ্ছে। একদিকে যখন গ্রেপ্তার হয়েছেন নিপীড়িত হিন্দুদের মুখ ইসকনের চিন্ময় প্রভু, সেই দিনই পদ্মাপাড়ের জনপ্রিয় সংবাদমাধ্যম প্রথম আলোর অফিসে কট্টরপন্থীরা ভাঙচুর চালিয়েছে বলে খবর। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার সংবাদমাধ্যমটির ঢাকার অফিসে সেনা মোতায়েন করা হয়। এই ঘটনার নিন্দা করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?
বাংলাদেশে মুক্তমনা এবং প্রগতিশীল সংবাদমাধ্যম হিসাবেই পরিচিত প্রথম আলো। যদিও নতুন বাংলাদেশের ক্ষমতাবান একটি গোষ্ঠীর প্রথম আলো খবর পরিবেশন পছন্দ হচ্ছিল না। তাদের দাবি, প্রথম আলো বন্ধ করে দিতে হবে।
এরপর সোমবার রাজশাহিতে তাদের অফিসে ভাঙচুর হয়। চট্টগ্রাম ও বাহ্মণবাড়িয়া-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় ইসলামী কট্টোরপন্থীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঢাকায় প্রথম আলোর সদর দপ্তরে সেনা মোতায়েন করা হয়েছে। #Short News