ইসলাম ধর্মের জন্য গোটা বিশ্ব চরম সমস্যাতে , বললেন ফ্রান্সের রাষ্ট্রপতি মাক্রোঁ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ইসলাম ধর্মের জন্য গোটা বিশ্ব চরম সমস্যাতে।  ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ ইসলাম ধর্ম নিয়ে নিজের এক প্রতিক্রিয়া দেন। সংবাদসংস্থা এএফপি অনুযায়ী, মাক্রোঁ ইসলামকে এমন এক ধর্ম বলেছেন, যার ফলে গোটা বিশ্ব আজ সমস্যায়। উনি ফ্রান্সে একটি ভাষণে ইসলামিক কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন। প্রথমবার না যে এমানুয়েল মাক্রোঁ ইসলাম ধর্ম নিয়ে এরকম মন্তব্য করলেন।

প্রসঙ্গত ফ্রান্সের মোট জনসংখ্যার মধ্যে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। এই বছর প্রায় আট মাস আগে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ দেশে বিদেশী ইমামদের প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেই সময় এমানুয়েল মাক্রোঁ বলেছিলেন, সরকারের এই সিদ্ধান্ত কট্টরপন্থী আর আলগাওবাদকে দেশে প্রভাব ফেলার থেকে রোখার জন্য নেওয়া হয়েছে।

আরো পড়ুন :- বাল্টিস্তান ও গিলগিটে ভোট ঘোষণা পাকিস্তানের , চরম হুঁশিয়ারি ভারতের

বেশ কিছু কড়া কানুন আছে ফ্রান্সে। ইসলামিক দের জন্য বিশেষত। যেমন ফ্রান্সে যেই ইমামরা রয়েছেন, তাঁদের স্থানীয় ভাষা ফ্রেঞ্চ শেখা অনিবার্য। উনি এও বলেছিলেন যে, ফ্রান্সে থাকা ইমামদের কড়া নিয়ম পালন করতে হবে। উনি এও জানিয়েছিলেন যে, ইমামদের কারণে দেশে কট্টরপন্থী আর আলগাওবাদ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। উনি বলেছিলেন, আমরা ইসলামিক কট্টরপন্থীদের বিরুদ্ধে।

সেই দেশের অফিস , আদালত বা অন্যান্য প্রতিষ্ঠানের প্রবেশে দাড়ি রাখা যায় না। মানা হয় আরো নানা নিয়ম।

Highlights

1. ইসলাম ধর্মের জন্য গোটা বিশ্ব চরম সমস্যাতে

2. উনি বলেছিলেন, আমরা ইসলামিক কট্টরপন্থীদের বিরুদ্ধে

3. ফ্রান্সে যেই ইমামরা রয়েছেন, তাঁদের স্থানীয় ভাষা ফ্রেঞ্চ শেখা অনিবার্য

4. বেশ কিছু কড়া কানুন আছে ফ্রান্সে

#France #Islum #Macron #World

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন