ঈশ্বরের কি অস্তিত্ব আছে ? কি বলেছিলেন মহাবিজ্ঞানী আইনস্টাইন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : ঈশ্বর নিয়ে ধ্যানধারণা ! আগুনের দামে নিলামে উঠতে চলেছে আইনস্টাইনের চিঠি ! জানা গিয়েছে, ‘দ্য র‌্যাব কালেকশন’ নামক একটি সংস্থা এই চিঠিটি নিলামে তুলছে। ধর্মীয় শিক্ষিকা মার্থা মাঙ্ককে এই চিঠি লিখেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। মার্থা ঈশ্বর আছেন কিনা এই বিষয়ে আইনস্টাইনের মতামত জানতে চেয়েছিলেন। ঠিক কী লিখেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন? তিনি ঈশ্বর প্রসঙ্গে মানুষের মধ্যে একে অপরের বিরুদ্ধ মতামত নিয়ে বেশ অবাক হয়েছিলেন।

আরও পড়ুন : করোনার পর দ্রুত ছড়াচ্ছে কনজাংটিভাইটিস

একদিকে, কিছু মানুষ মনে করেন ঈশ্বর মানুষের মতো অবয়ব। তাঁরা সেই বিশ্বাসকে আঁকড়ে ধরে বেঁচে থাকেন। অন্যদিকে, অপর একটি অংশ মনে করেন, বিজ্ঞানীরা অবশ্য ব্রহ্মাণ্ড সৃষ্টির নেপথ্যে কোনও অসীম শক্তির হাত দেখতে পান না। এই দুইটি মত স্বাভাবিকভাবেই পরস্পর বিরোধী। তিনি জার্মান ভাষাতেই লিখেছিলেন নিজের ইশ্বর সম্পর্কে ধারনার কথা। তিনি লেখেন, “মানুষের একটি দুর্বল মুহূর্তের বহিঃপ্রকাশ হল ঈশ্বর।

আইনস্টাইন লেখেন, “যে ব্যক্তি বিজ্ঞানমনস্ক তিনি যদি ব্রহ্মাণ্ড তৈরি হওয়ার নেপথ্যে ধর্মের ব্যাখ্যা দেন সেক্ষেত্রে তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ বিজ্ঞানকে সামনে রেখে যুক্তির খোঁজ করেন তিনি।” উল্লেখ্য, আইনস্টাইনের এই চিঠিটির নিলাম শুরু হবে এক লাখ ২৫ হাজার ডলার থেকে। এর দাম ভারতীয় মুদ্রায় ১.০২ কোটি।

আরও পড়ুন : ৬ কোটি মানুষকে বিরাট উপহার দিল মোদী সরকার !

আরও পড়ুন : বর্ষার শুরুতে ডেঙ্গির দাপট ! মৃত শিশু

উল্লেখ্য, আইনস্টাইনের এই চিঠির মূল্য অপরিসীম। স্বাভাবিকভাবেই এই মূল্য কত ওঠে সেই দিকে নজর থাকবে। মার্থার উত্তরসূরিদের কাছে এতদিন পর্যন্ত এই চিঠি রাখা ছিল। এবার তা নিলামে উঠতে চলেছে। শোনা যায়, এর আগে ১৯৫৪ সালে জার্মান দার্শনিক এরিক গুটকাইন্ডকে একটি দেড় পাতার চিঠি লিখেছিলেন। এটিকে ‘গড লেটার’ বলা হত। মূলত ধর্ম বনাম বিজ্ঞানের চলতে থাকা দীর্ঘ দ্বিমত নিয়ে এই চিঠি লেখা হয়েছিল। #End

আরও পড়ুন : শুরু হচ্ছে খেলা হবে প্রকল্প !

আরও পড়ুন : মোদীময় আরব দুনিয়া ! মেলালেন বন্ধুত্বের হাত

আরও পড়ুন : লক্ষ্য ‘৩৫’ ! লোকসভার আগে লাগাতার বাংলায় শাহ

আরও পড়ুন : চাঁদের পর সূর্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ISRO !

আরো খবর দেখতে নিচের ছবিতে ক্লিক করুন

 

আরো পড়ুন :- ইউপিআই ব্যবহারে নয়া রেকর্ড ! আপনি কি করছেন ?

আরও পড়ুন : কিভাবে চিনবেন আপনার প্রকৃত বন্ধুকে ? পড়ুন চানক্য নীতি

আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে

আরও পড়ুন : পৃথিবী জুড়ে ভয়াবহ জলবায়ু পরিবর্তন ! ধ্বংসের মুখে মানবজাতি

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরো পড়ুন :- BIG NEWS: এবার আধার-রেশন কার্ড লিঙ্ক করা যাবে, সম্পূর্ণ বিনামূল্যে

আরও পড়ুন : মন্দিরে নিষিদ্ধ RSS ! জোর বিতর্ক

আরও পড়ুন : মহিলাদের ‘ব্যাংক একাউন্টে’ টাকা পাঠাবে মোদী সরকার !

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন