এই প্রথম নিজেকে সুপার পাওয়ার বলে আমেরিকাকে যুদ্ধের হুমকি দিলো চীন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অমিত রায় :- ইসরায়েল ও প্যালেস্টাইন বিবাদে চীন ও আমেরিকা সামনা সামনি চলে এসেছে। মূলত চীন প্যালেস্টাইনের পক্ষ নিয়ে UNSC – তে ইসরায়েল ও প্যালেস্টাইনের ব্যাপারে আলোচনার জন্য বৈঠক আয়োজন করে। কিন্তু আমেরিকা নিজের ভিটো পাওয়ার ব্যবহার করে সেই বৈঠককে স্থগিত করে দেয়। এমনকি এই একই বিষয়ে এই নিয়ে তিনবার ভিটো ব্যবহার করে আমেরিকা।

এর পরেই চীন ও আমেরিকার বিবাদ আরো বাড়তে শুরু করে। এই দিন চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসে আমেরিকাকে হুমকি দিয়ে লেখা হয় যে চীন বর্তমানে বিশ্বের সুপার পাওয়ার। আর আমেরিকা যদি চীনের সাথে যুদ্ধে অবর্তীর্ণ হয় তবে আমেরিকা চীনের কাছে পরাজিত হবে।

আরো পড়ুন:- সৌদি থেকে পাকিস্তানে ফিরতে না ফিরতেই , ইমরান খান ও চীনকে ঝটকা দিলো সৌদি

এছাড়া জাপান উপকূলে চলতে থাকা জাপান , অস্ট্রেলিয়া ও আমেরিকার নৌবাহিনীর যুদ্ধে অভ্যাসের উপর বলতে গিয়ে চীনের এই সরকারি মিডিয়া লেখে যেই অঞ্চলে জাপান, আমেরিকা ও অস্ট্রেলিয়া যুদ্ধ অভ্যাস করছে , সেই অঞ্চল চীন নিজের মনে করে। আর এই যুদ্ধ অভ্যাস করে কোনো লাভ নেই কারণ এতে শুধু তেলই নষ্ট হচ্ছে।

হঠাৎ চীনের এই হুমকির পিছনে প্যালেস্টাইন ও ইসরায়েলের যুদ্ধকে ধরা হচ্ছে। কারণ রাশিয়া ইসরায়েলের বিপরীতে আছে। আর আমেরিকা ইসরায়েলের পক্ষে আছে। ফলে বিশ্বের মহাশক্তি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। যেখানে একদিকে আমেরিকা , ইউরোপ ও ইসরায়েল ও অন্যদিকে রাশিয়া , চীন ও মুসলিম বিশ্বের কিছু দেশ। চীন এই সময় চাইছে যুদ্ধ হোক , কারণ চীনের পাশে রাশিয়া থাকবে ,আর ভারত ও গতকাল কোনো পক্ষেই না থাকার ইঙ্গিত দিয়েছে UNSC – মিটিংয়ে। তাই চীন এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না। ফলে এমন ধমকি দিচ্ছে চীন। যাতে অবস্থা আরো খারাপের দিকে যায়।

আরো পড়ুন :- বেকিং নিউজ : কাশ্মীরে আরো এক পুলওয়ামা হওয়ার থেকে বাঁচালো ভারতীয় সেনা

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- এক ডোজেই কাবু করোনা ! ভারতে তৈরি হবে ৮৫ কোটি ভ্যাকসিন , বিরাট ঘোষণা রাশিয়ার

Bangla news dunia Desk

মন্তব্য করুন