Bangla News Dunia,শারদীয়া রায়: – একই দিনে দ্বিতীয়বার এনকাউন্টারের ঘটনা ঘটলো জম্মু-কাশ্মীরে। পুলওয়ামার পর কুপওয়ারায় তীব্র গুলি বিনিময় চলছে বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে। মঙ্গলবার উত্তর জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার জঙ্গলে ঘেরা এলাকায় সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় সেনাবাহিনী। এরপরই জম্মু ও কাশ্মীর পুলিশ, এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনী অভিযান চালায় ওই এলাকায়। চিরুনি তল্লাশির সময় সন্ত্রাসবাদীরা কোনঠাসা হয়ে পড়ে এবং বাহিনীকে লক্ষ করে গুলি চালাতে শুরু করে । এর পরে পালটা গুলি চালান জওয়ানরাও। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পাঠানো হয় আরও বাহিনী।
শীর্ষ পুলিশকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশের গুলিতে কোনঠাসা জঙ্গিরা গভীর জঙ্গলে আত্মগোপন করেছে। আত্মগোপনকারী জঙ্গিদের খুঁজে বের করতে আরো বাহিনী নামানো হয়েছে। এর আগে, জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের সঙ্গে এনকাউন্টারে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সহ সিআরপিএফের এক জওয়ান শহিদ হন। দুই জঙ্গিও নিহত হয়েছে সিআরপিএফ জওয়ানের গুলিতে । পুলওয়ামার বন্দজু এলাকায় এই সংঘর্ষ হয়। এনকাউন্টারের পর ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে।
জম্মু-কাশ্মীর পুলিশের পদস্থ কর্তা জানান, গোয়েন্দা সূত্র মারফত সন্ত্রাসবাদীদের খবর পাওয়ার পরেই একদম ভোরে পুলওয়ামার বন্দজু গ্রামে অভিযানের তোড়জোড় শুরু করে পুলওয়ামা পুলিশ। সেনা ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীকেও খবর দেওয়া হয়। এর পরে পুলওয়ামার ওই গ্রামে যৌথ অভিযানে নামে পুলিশ ও আধাসামরিক বাহিনী। এর কয়েক মিনিটের মধ্যে শুরু হয় দুপক্ষের গুলি বিনিময়। এতে সিআরপিএফের এক জওয়ান আহত হন এবং জঙ্গিদের দুজন নিহত হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
অন্যদিকে সোমবার সাড়ে ৮টা নাগাদ ত্রালের বটাগুন্ড সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সিআরপিএফের এক পদস্থ আধিকারিক জানান, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর শিবিরের সামনেই গ্রেনেডটির বিস্ফোরণ ঘটে। গ্রেনেডটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় এবং ক্যাম্পের বাইরে পড়ে। ফলে বিস্ফোরণে কোনও প্রাণহানি হয়নি। না-হলে, ফের একবার প্রাণহানির সম্ভবনা থাকতো। প্রত্যুত্তরে সিআরপিএফেও জওয়ানরাও শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
Highlights
১. জম্মু-কাশ্মীরে দ্বিতীয়বার এনকাউন্টার হলো
২. গোপন সূত্রে খবর পেয়ে ভোর থেকেই তল্লাশি চালায় যৌথ বাহিনী।
৩. সোমবার রাতে আবার সিআরপিএফের ক্যাম্পে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা।
#CRPF | #Jammu-kashmir