একনজরে দেখে নিন ১৫ জুন রাতের তিন ঘন্টার ভয়াবহ ঘটনা ,ঠিক কি হয়েছিল সেদিন

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia : S. Datta Roy –   এক ঝলকে দেখে নেওয়া যাক ১৫ জুন রাতে ঠিক কি হয়েছিল। সংবাদ সংস্থা এএনআই -এর একটি প্রতিবেদনে দাবি করলো যে চীনের সেনা ভারতীয় ভূ -খন্ডে গালওয়ান উপত্যকার Y পয়েন্টে ঢুকে অস্থায়ী কাঠামো তৈরী করেছিল আর  বিবাদের সূত্রপাত। ভারতের পক্ষে ছিল ১০০ সেনা আর চীনের ছিল ৩৫০ সেনা। গালওয়ান উপত্যকার পেট্রোলিং পয়েন্ট ১৪  চীনা সেনা দখল করে নেওয়া থেকেই ঘটনা শুরু হয়। তারপর দুই দেশের সামরিক বৈঠকে সিদ্ধান্ত হয় যে পিপি ১৪ থেকে চীনা  সেনা সরে যাবে।

কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় পিপি ১৪ -তে ১০/১২ জন চীনা  সেনা ওই অস্থায়ী কাঠামোটি পাহারা দিচ্ছে। জওয়ানরা তাদের সরে যেতে বললেও রাজি হয়না। ইতিমধ্যে পিপি ১৪ তে চীন ৩৫০ জন সেনা জড়ো করে ফেলে। এরপর বিহার রেজিমেন্টের জওয়ানরা অস্থায়ী কাঠামো ভাঙতে শুরু করলে হাতাহাতি শুরু হয়ে যায়। চীন আগে থেকেই অস্ত্র মজুত করেছিল ,তখন উঁচু জায়গা থেকে পাথরবৃষ্টি শুরু করে। এএনআই জানায় -উভয় পক্ষের মধ্যে ৩ ঘন্টা সংঘর্ষ হয়।

১৫ জুন রাত   — ১. পিপি ১৪ থেকে ডিসেনগেজমেন্ট শুরু।  ২.  বৈঠকের সিদ্ধান্ত অনুসারেই ভারতীয় ভূ -খন্ডে চীন সেনা নিজেদের পোস্ট ভেঙে দেয়।  ৩.  ১৪ জুন আবার চীন সেনার শিবির তৈরী।   ৪.  ১৫ জুন ভারতীয় ভূ  খন্ডে পোস্ট সরানোর বার্তা।  ৫.  চীন শর্ত মানতে রাজি নয়।   ৬.  চীন গালওয়ানে ৩৫০ জন সেনাকে পাথর ও অস্ত্র নিয়ে জড়ো করে।   ৭.  চীন শর্ত না মানলে ৫০ ভারতীয় সেনা ১৬ বিহার রেজিমেন্টের অফিসার সন্তোষবাবুর কাছে যায়।   ৮.  তাদের শর্তে বলতেই বচসা শুরু।   ৯.  পিএলএ সন্তোষবাবুর ওপর হামলা করে।   ১০.  কর্নেলের মৃত্যুতে ভারতীয় সেনা জবাব দিতে শুরু করে।

Highlights

১.  চীনের সেনা ভারতীয় ভূ -খন্ডে গালওয়ান উপত্যকার Y পয়েন্টে ঢুকে অস্থায়ী কাঠামো তৈরী করেছিল। 

২.  ভারতের পক্ষে ছিল ১০০ সেনা আর চীনের ছিল ৩৫০ সেনা। 

৩.  চীন আগে থেকেই অস্ত্র মজুত করেছিল ,তখন উঁচু জায়গা থেকে পাথরবৃষ্টি শুরু করে। 

চীন   #  ভারত   #  সীমান্ত সংঘর্ষ   #  লাদাখ 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন